Advertisement

Job Seekers Protest: ধর্নার ১০০০ দিন, প্রতিবাদে মাথা ন্যাড়া করলেন SLST মহিলা চাকরিপ্রার্থী

Job Seekers Protest: চাকরি চেয়ে ধর্নায় রাস্তায় ১০০০ দিন কাটছে! এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলনের আজ ১০০০ দিনে পা দিল। ধর্মতলায় ধর্না চলছে গাঁধীমূর্তির পাদদেশে।

ধর্নায় পথে ১০০০ দিন, প্রতিবাদে মাথা ন্যাড়া করালেন SLST চাকরিপ্রার্থী!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2023,
  • अपडेटेड 2:13 PM IST
  • চাকরি চেয়ে ধর্নায় রাস্তায় ১০০০ দিন কাটছে!
  • এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলনের আজ ১০০০ দিনে পা দিল।
  • ধর্মতলায় ধর্না চলছে গাঁধীমূর্তির পাদদেশে।

SLST Job Seekers Protest: চাকরি চেয়ে ধর্নায় রাস্তায় ১০০০ দিন কাটছে! এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলনের আজ ১০০০ দিনে পা দিল। ধর্মতলায় ধর্না চলছে গাঁধীমূর্তির পাদদেশে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সহ একাধিক সরকারি প্রতিশ্রুতির পরেও কোনও সমাধান সূত্র মেলেনি। শেষ পর্যন্ত এর তীব্র প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে নেড়া হলেন এক এসএলএসটি মহিলা চাকরিপ্রার্থী।

শুধু ওই মহিলাপ্রার্থীই নন, নিজেদের ন্যায্য, প্রাপ্য চাকরির দাবিতে শনিবার মাথা ন্যাড়া করাচ্ছেন অন্যান্য এসএলএসটি চাকরিপ্রার্থীরাও। মাথা ন্যাড়া করে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা চাকরিপ্রার্থী। তিনি জানান, এমএ পাশ, বিএড পাশ করেছেন। চাকরির পরীক্ষায় পাশও করেছেন। তারপরও চাকরি এখনও মেলেনি।

তাঁর কথায়, “বাড়িতে বৃদ্ধ বাবা-মা, অসুস্থ ছেলে। হকের চাকরি পাওয়ার আশায় টানা ১০০০ দিন ধরে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অবস্থান মঞ্চে এসে ধর্না বসছি। কিন্তু আর পারছি না। বাধ্য হয়েই মাথা ন্যাড়া করলাম। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই... জানতে চাই, আর কী করলে হকের চাকরি পাব?”

এভাবে দিনের পর দিন রাস্তায় ধর্নায় বসেও আশ্বাস ছাড়া এখনও পর্যন্ত কিছুই মেলেনি, ক্ষোভ চাকরিপ্রার্থীদের। উল্টে বয়স বাড়ছে। কীভাবে নিজেদের সংসার চালাবেন, তা ভাবতে গিয়ে রাতের ঘুম উড়ে যাচ্ছে।

প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। গত ৯ নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির তদন্তের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেয় আদালত। আগামী ২ মাসের মধ্যে সিবিআই, ইডিকে আদালতে এই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement