Advertisement

Sourav Ganguly Steel Plant: '৩-৪ মাসের মধ্যে কাজ শুরু করছি', শালবনীর বদলে কোন জায়গায় কারখানা করছেন সৌরভ?

ইস্পাত কারখানা কোথায় করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)? শালবনীতে এখনও শুরু হয়নি ইস্পাত কারখানার কাজ। এ ব্যাপারে এবার মুখ খুললেন মহারাজ নিজেই। রাজ্যের জন্য বিনিয়োগ আনতে এর আগে স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর সফর সঙ্গী ছিলেন সৌরভ। এবার জানা যাচ্ছে, সৌরভের সেই ইস্পাত কারখানা শালবনীতে হচ্ছে না। সৌরভ নিজেই জানিয়েছিলেন এটি তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানা। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে এ ব্যাপারে মুখ খুললেন মহারাজ নিজেই।

Sourav Ganguly
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2024,
  • अपडेटेड 7:15 PM IST

ইস্পাত কারখানা কোথায় করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)? শালবনীতে এখনও শুরু হয়নি ইস্পাত কারখানার কাজ। এ ব্যাপারে এবার মুখ খুললেন মহারাজ নিজেই। রাজ্যের জন্য বিনিয়োগ আনতে এর আগে স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর সফর সঙ্গী ছিলেন সৌরভ। এবার জানা যাচ্ছে, সৌরভের সেই ইস্পাত কারখানা শালবনীতে হচ্ছে না। সৌরভ নিজেই জানিয়েছিলেন এটি তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানা। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে এ ব্যাপারে মুখ খুললেন মহারাজ নিজেই।

সৌরভ বলেছিলেন, 'অনেকেই জানেন না, আমি ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেছিলাম। এবার দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করব কয়েক মাসের মধ্যে।' এরপর শালবনীতে নয় সৌরভের ইস্পাত কারখানা তৈরি হচ্ছে গড়বেতায়। শালবনীতে জমি পাওয়া নিয়ে একটা সমস্যা রয়েছে বলে সূত্রের খবর। সৌরভ বলেন, 'আমি যেদিন মুখ্যমন্ত্রীকে নিজেই বলেছিলাম কারখানা করতে চাই। দিদি প্রথমে শুনে অবাক হয়েছিল। তখন আমি বলি ইতিমধ্যেই আরও দুটো কারখানা রয়েছে অন্য রাজ্যে।' সৌরভ রবিবার আরও জানান, 'তিন থেকে চার মাসের মধ্যে আশা করি কারখানা তৈরির কাজ শুরু হবে।' 

শুধু তাই নয়, আগে সৌরভ জানিয়েছিলেন যে সেই কারখানায় হবে বিপুল কর্মস্থান। সেই সময় জানা গিয়েছিল প্রায় সাত হাজার লোকের কর্মসংস্থান হতে চলেছে। ফলে গড়বেতায় এবার বিরাট কর্মসংস্থান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ২০০৭-০৮ সালে জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্প ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল শালবনী। ২০১৪ সালের ৩০ নভেম্বর জিন্দালদের তরফে জানানো হয়, প্রকল্পের কাজ আপাতত স্থগিত করা হল। এর ফলে স্বপ্নভঙ্গ হয় সেই এলাকার বাসিন্দাদের। 

এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের শেষে সজ্জন জিন্দাল জানান, তাঁরা এখানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। সিমেন্ট কারখানায় ওই টাকা বিনিয়োগ করা হবে। ২০১৮ সালে সেই কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরেও খালি পড়ে থাকে বিশাল জমি। বাম জমানায় শালবনীতে জিন্দল গোষ্ঠীকে প্রায় ৪১০১.৯৭ একর জমি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত এর ৮৪৯.০২ একরে তৈরি হয়েছে সিমেন্ট কারখানা। আর এবার ইস্পাত কারখানা শালবনীতে তৈরি হওয়ার কথা থাকলেও জমি জটের কারণে তা হচ্ছে গড়বেতায়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement