Advertisement

Spitting at Railway Station: রেল স্টেশনে থুতু ফেললেই জেল-জরিমানা, কড়া শাস্তির কথা জানেন তো?

স্টেশনের প্ল্যাটফর্মে পানের পিক কিংবা গুটখা! এ তো প্রায়ই দেখা যায়। যার ফলে নোংরা হয় স্টেশন চত্বর। রেল স্টেশন পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপের পথে হেঁটেছে রেল। এজন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন যাত্রীরা। তাই যাত্রীদের এই নিয়ে আরও একবার সতর্ক করল পূর্ব রেল। 

স্টেশনে থুতু ফেললেই জেল-জরিমানা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2024,
  • अपडेटेड 7:48 PM IST
  • স্টেশনের প্ল্যাটফর্মে পানের পিক কিংবা গুটখা!
  • স্টেশন পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপের পথে হেঁটেছে রেল।
  • এজন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন যাত্রীরা।

স্টেশনের প্ল্যাটফর্মে পানের পিক কিংবা গুটখা! এ তো প্রায়ই দেখা যায়। যার ফলে নোংরা হয় স্টেশন চত্বর। রেল স্টেশন পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপের পথে হেঁটেছে রেল। এজন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন যাত্রীরা। তাই যাত্রীদের এই নিয়ে আরও একবার সতর্ক করল পূর্ব রেল। 

রেলের তরফে জানানো হয়েছে যে, তামাক চিবিয়ে রেলওয়ে চত্বরে যত্রতত্র থুতু ফেলা নিজের জন্য ক্ষতিকর তো বটেই, পাশাপাশি এ ধরণের কাজের জন্য শাস্তির মুখোমুখিও হতে পারেন । রেলওয়ে স্টেশন চত্বরে, প্লাটফর্মের যে কোনও জায়গায় বিশেষত লিফট, ফুট ওভার ব্রিজ ও ট্রেনের কামরায় থুতু বা আবর্জনা ফেললে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়। শুধু তাই নয়, সহযাত্রীদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। রেলওয়ে স্টেশনে বসানো উচ্চ প্রযুক্তির সিসি ক্যামেরা রেলওয়ে চত্বরে যে কোনও ব্যক্তির আবর্জনা বা থুতু ফেলার ঘটনাকে সহজেই শনাক্ত করে এবং অপরাধ শনাক্ত হলেই জরিমানা ও কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।

পূর্ব রেলওয়ের আরপিএফ সবসময় সতর্ক থাকে, যাতে রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার মতো কাজগুলিকে দমন করা যায়। আরপিএফ ট্রেন বা স্টেশনে পেট্রলিং করার সময় এ ধরনের অপরাধীদের আটক করে এবং তাঁদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে যাতে ভবিষ্যতে তাঁরা দায়িত্বশীল আচরণ করেন।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে, পূর্ব রেলওয়ের আরপিএফ রেলওয়ে চত্বর অপরিচ্ছন্ন করার জন্য ১২ হাজার ৯০০ জন অপরাধীকে আটক করেছে এবং তাঁদের কাছ থেকে মোট ১৭ লক্ষ ৬৬ হাজার ১০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে  ৪৯৫৮ জন, শিয়ালদহ ডিভিশনে  ২০২৩ জন, আসানসোল ডিভিশনে  ২২১৪ জন এবং মালদা ডিভিশনে ৩৭০৪ জন অপরাধীকে আটক করা হয়েছে।

Advertisement

অক্টোবরে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আরপিএফ তাদের নজরদারি আরও বাড়িয়েছে এবং ১ থেকে  ৩০ অক্টোবর ২০২৪-এর সময়কালে পূর্ব  রেলওয়ে মোট ১০,৪৭০ জনকে আটক করেছে এবং তাঁদের কাছ থেকে মোট ১৫ লক্ষ ৩৭ হাজার ৯৬৫ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে  ২৭৮৬ জন, শিয়ালদহ ডিভিশনে  ৪৬৬৬ জন, আসানসোল ডিভিশনে  ২৩০৪ জন এবং মালদা ডিভিশনে  ৭১৪ জনকে রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার জন্য আটক করা হয়েছে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement