Advertisement

রাজ্য-কেন্দ্র সংঘাত জারি, তারমাঝেই বাংলায় একের পর এক পুরস্কার

এবার ই-পঞ্চায়েত ব্যবস্থায় সারা দেশের মধ্যে তৃতীয় হয়েছে রাজ্য। সোমবার এই কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ভারত সরকারের পঞ্চায়েতি রাজ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান সুব্রতবাবু। তবে কেন্দ্রীয় পুরস্কার অবশ্য অতীতেও এসেছে রাজ্যে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 01 Jun 2021,
  • अपडेटेड 4:29 PM IST
  • কেন্দ্রের থেকে ফের পুরস্কৃত রাজ্য
  • ই-পঞ্চায়েত ব্যবস্থায় সারাদেশে তৃতীয় বাংলা
  • জানালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের বিরোধ এখন কার্যত জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাজ্যে আয়ুস্মান ভারত, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্প চালু করা থেকে, বর্তমানে চলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যু, বিভিন্ন বিষয়ে বারেবারেই দিল্লির (Delhi) সঙ্গে মতপার্থক্য দেখা গিয়েছে বাংলার সরকারের। রাজ্য কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলায় চালু করছে না বলে বিভিন্ন সময় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের অন্যান্য মন্ত্রীরা। এমনকী বাংলায় উন্নয়ন থমকে রয়েছে বলেও অভিযোগ করতে শোনা গিয়েছে তাঁদের। কিন্তু তারপরেও দেখা গিয়েছে সেই কেন্দ্রেরই বিভিন্ন পুরস্কার এসেছে বাংলার ঝুলিতে। আর তা একবার নয়, বারংবার।

এবার ই-পঞ্চায়েত ব্যবস্থায় সারা দেশের মধ্যে তৃতীয় হয়েছে রাজ্য। সোমবার এই কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ভারত সরকারের পঞ্চায়েতি রাজ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান সুব্রতবাবু। তবে কেন্দ্রীয় পুরস্কার অবশ্য অতীতেও এসেছে রাজ্যে। এর আগে ২০১৯ সালে ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গ। সোশ্যাল সাইটে রাজ্যবাসীর সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকী ২০১৮ সালে কেন্দ্রের তরফে জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কারও পায় রাজ্য সরকারের সবুজ সাথী ও ই-আবগারি প্রকল্প।  

এ-তো গেল রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা। এবার আসা যাক পুলিশ প্রশাসনের বিষয়ে। রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিজেপি (BJP) সহ অন্যান্য বিরোধীদের কখনও পক্ষপাতিত্ব, কখনও আবার নিষ্ক্রিয়তার অভিযোগ তুলতে শোনা যায়। কিন্তু রাজ্যের সেই পুলিশকেই স্বীকৃতি দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কাজে অসামান্য দক্ষতার জন্য গতবছর রাজ্যের মোট ৭ পুলিশ আধিকারিককে পুরস্কৃত করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া এসেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। এমনকী স্কচ ফাউন্ডেশনের তরফেও সম্মানিত হয়েছে রাজ্য। সেইদিক থেকে দেখতে গেলে কেন্দ্রের প্রধান দল বিজেপি সহ অন্যান্য বিরোধীরা বিভিন্ন ইস্যুতে সমালোচনা করলেও কাজের ক্ষেত্রে বাংলা বারেবারেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement