Advertisement

WEATHER UPDATE : তাপমাত্রা বাড়ছে না রাজ্যে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

আগামী কয়েকদিনে তাপমাত্রা তেমন বৃদ্ধি পাচ্ছে না রাজ্যে। শুক্র ও শনিবার অতিভারী বৃষ্টিবা দুর্যোগের সম্ভাবনা তেমন নেই। তবে রবিবারের পর থেকে পাল্টে যেতে পারে চিত্র।

আবহাওয়া শান্তিপূর্ণ থাকবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2021,
  • अपडेटेड 8:23 AM IST
  • তাপমাত্রা বাড়বে না
  • বৃষ্টিপাতও তেমন নেই
  • রবিবার পর্যন্ত স্বাভাবিক আবহাওয়া

আবহাওয়ার সতর্কতা

শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় আবহাওয়ার পূর্বাভাসে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সর্তকতা জারি করা হয়েছে। রাজ্যের ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 

উত্তরে বৃষ্টি কম

তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার খারিজ করে দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। শেষ পাওয়া আবহাওয়ার খবরে বলা হয়েছে ৯ জুলাই শুক্রবার সকালে দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন পাহাড়ের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে সমতলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এদিন খুব একটা নেই। আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনার কথা বলা হয়েছে। বাকি পাঁচ জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হবে না। শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না নির্মল এবং স্বাভাবিক তাপমাত্রা থাকবে।

দক্ষিণে তাপমাত্রা স্বাভাবিক

দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কলকাতা সহ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ একাধিক জেলায় আচমকা তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুরের পর বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন জেলার শেষ পাওয়া তাপমাত্রা


রাজ্যের উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে কলকাতা ৩০, আসানসোল ২৮, শিলিগুড়ি ৩২, দার্জিলিং ২০, কোচবিহার ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই তাপমাত্রা খুব একটা পরিবর্তন দেখা যাবে না বলেই জানানো হয়েছে পূর্বাভাসে।

রবিবার নিম্নচাপ প্রভাব ফেলতে পারে

তবে রবিবার নাগাদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পশ্চিম, মধ্য এবং সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে উপকূলে এলাকায় পরবর্তী চার পাঁচদিন বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement