Advertisement

বিধানসভা থেকে শিক্ষা? KMC ভোটে পুরনো কর্মীতেই ভরসা সুকান্তর

বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'প্রার্থী তালিকায় চমকের বিষয় নেই, যাঁরা দলের কর্মী, যাঁরা জিততে পারেন, তাঁদেরকে দায়িত্ব দেওয়া হবে। দলে উচ্চশিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী প্রচুর মানুষ রয়েছেন, তাঁরা প্রার্থী তালিকায় থাকবেন।' এক্ষেত্রে সিএ, আইনজীবী, অধ্যাপক, চিকিৎসকের মতো প্রার্থীও থাকতে পারে বলে জানান সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 29 Nov 2021,
  • अपडेटेड 9:01 AM IST
  • পুরভোটে পুরনো কর্মীদের ওপরে ভরসা বিজেপির
  • টিকিট পাবেন স্বচ্ছ ভাবমূর্তির কর্মীরা
  • বললেন বিজেপির রাজ্য সভাপতি

'অনেকেই যোগাযোগ করছেন, তবে এবার আমরা দলের যাঁরা পুরনো কর্মী তাঁদের ওপরেই বেশি ভরসা রাখছি', সোমবার দিল্লি (Delhi) যাওয়ার আগে দমদম বিমানবন্দরে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে এমনটাই জানালেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'প্রার্থী তালিকায় চমকের বিষয় নেই, যাঁরা দলের কর্মী, যাঁরা জিততে পারেন, তাঁদেরকে দায়িত্ব দেওয়া হবে। দলে উচ্চশিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী প্রচুর মানুষ রয়েছেন, তাঁরা প্রার্থী তালিকায় থাকবেন।' এক্ষেত্রে সিএ, আইনজীবী, অধ্যাপক, চিকিৎসকের মতো প্রার্থীও থাকতে পারে বলে জানান সুকান্ত মজুমদার। যদিও সিনেমা, সঙ্গীত তথা বিনোদন জগতের কেউ প্রার্থী তালিকায় থাকবেন কি না সেই প্রশ্নের প্রেক্ষিতে সুকান্তর জবাব, 'ক্রমশ প্রকাশ্য'। 

তবে পুরভোটের প্রার্থী তালিকায় দলের পুরনো কর্মীদের ওপর ভরসা রাখা নিয়ে সুকান্ত যা বলেছেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। কারণ গত বিধানসভা নির্বাচনের আগে অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে (BJP) এসে টিকিট পেয়ে যান। যার জেরে প্রার্থী নিয়ে দিকে দিকে বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকী সেই বিক্ষোভের আঁচ হেস্টিংসে দলের কার্যালয় পর্যন্ত পৌঁছায়। আবার তৃণমূল (TMC) থেকে বিজেপিতে এসে যাঁরা জিততে পারেননি, তাঁদের অনেকেই ইতিমধ্যে ফের ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন। তার জেরেও দলের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে নেতৃত্বকে। সেক্ষেত্রে পুরভোটে সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই হয়ত বিজেপি পুরনো কর্মীদের ওপরে ভরসা রাখার পথে হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement