Advertisement

Sukanta Majumdar: 'BJP কিন্তু চুপ করে বসে থাকবে না...' ভোট-পরবর্তী হিংসায় 'আইন-শৃঙ্খলা' হুঁশিয়ারি সুকান্তর

লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে দাবি। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সুকান্ত বলেন, 'বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে।'

সুকান্ত মজুমদার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2024,
  • अपडेटेड 12:47 PM IST
  • বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে।
  • বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে দাবি।
  • রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে দাবি। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সুকান্ত বলেন, 'বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে।' বিজেপি রাজ্য সভাপতি আরও বলেছেন যে, এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কিন্তু কিছু করার থাকবে না। 

বাংলায় এবার গত লোকসভা নির্বাচনের নিরিখে কম আসন পেয়েছে পদ্ম শিবির। মাত্র ১২টি কেন্দ্র দখল করতে পেরেছে বিজেপি। ২০১৯ সালে নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। অন্য দিকে, তৃণমূল দখল করেছে ২৯টি আসন। ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে। এদিন মাহেশ্বরী ভবনে বিজেপির 'ঘরছাড়া'দের দেখতে যান সুকান্ত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে 'প্রত্যুত্তরের' কথা বলেন তিনি। সুকান্ত আজ মিনাখাঁয় যাবেন। ভোট পরবর্তী হিংসার ঘটনা প্রসঙ্গে সুকান্ত কটাক্ষের সুরে বলেন, 'এটাই বাংলার মডেল।' তাঁর সংযোজন, 'বিজেপিকে ভোট দেওয়া পাপ নাকি! যার যা ইচ্ছা তাকে ভোট দেবে।'


বাংলায় বিজেপির ফল প্রসঙ্গে সুকান্ত বলেন, 'ভোট কমেনি। সিট কমেছে।' বাংলার পাশাপাশি দেশেও এবার বিজেপির ফল খারাপ হয়েছে। সরকার গড়তে শরিক দলগুলির উপর ভরসা করতে হচ্ছে মোদী-শাহদের। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, 'এখনও খেলা অনেক বাকি, অপেক্ষা করুন।'

বাংলার ফল প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেছেন, 'দল অনেক সময় নানা সিদ্ধান্ত নেয়, সবসময় ক্লিক করে না।১০০ খানা বিধানসভায় লিড রয়েছে। আর একটু জোর ধাক্কা দিলে ১৩০-১৪০ হয়ে যাবে। পর্যালোচনা করে উঠতে পারেনি।' বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের পরাজয়ে সুকান্ত 'বিস্মিত' হয়েছেন বলে মন্তব্য করেছেন সুকান্ত। তাঁর কথায়, 'আমিও অবাক হয়েছি কীর্তি আজাদ জেতায়।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement