Advertisement

Supreme Court: বাংলার জেলে মহিলা বন্দিরা গর্ভবতী হচ্ছেন? রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

মহিলাদের জেলে পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বন্দীদের গর্ভধারণের খবরে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা। যার সভাপতিত্ব করেন বিচারপতি হিমা কোহলি। শুনানি শেষে আদেশ জারি করে নিম্ন বেঞ্চ।

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Feb 2024,
  • अपडेटेड 3:27 PM IST
  • মহিলাদের জেলে পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বন্দীদের গর্ভধারণের খবরে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা।
  • গত ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জেলে নারী বন্দিদের গর্ভধারণের বিষয়টি কলকাতা হাইকোর্টে উত্থাপিত হয়।

মহিলাদের জেলে পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বন্দীদের গর্ভধারণের খবরে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা। যার সভাপতিত্ব করেন বিচারপতি হিমা কোহলি। শুনানি শেষে আদেশ জারি করে নিম্ন বেঞ্চ। আদেশে বলা হয়েছে, প্রতিটি জেলায় নারী বন্দীদের নিরাপত্তা ও অবস্থা খতিয়ে দেখা বর্তমান কমিটিতে একজন নারী বিচার বিভাগীয় কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হবে। কমিটিতে মহিলা জেল সুপারও থাকবেন। 

গত ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জেলে নারী বন্দিদের গর্ভধারণের বিষয়টি কলকাতা হাইকোর্টে উত্থাপিত হয়। এরপর ফৌজদারি মামলার শুনানিকারী ডিভিশন বেঞ্চে মামলাটি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এই ক্ষেত্রে, আদালতে নিযুক্ত অ্যামিকাস কিউরি দাবি করেছিলেন যে, পশ্চিমবঙ্গের সংস্কার হোমে থাকা কিছু মহিলা বন্দী গর্ভবতী হয়েছিলেন। ১৯৬টি বিভিন্ন সংশোধনাগারে বেড়ে উঠছে ওই নারী বন্দিদের সন্তানরা। 

যেকারণেই জেলে মহিলা বন্দিরা কীভাবে অন্তঃসত্ত্বা হচ্ছেন, এখন তাঁরা কী অবস্থায় আছেন? জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সব রাজ্যকে জেলের পরিস্থিতি রিপোর্ট দিয়ে শীর্ষ আদালতে জানাতে হবে। সারা দেশের বিভিন্ন রাজ্যের জেল বন্দি মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলাটিতে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। 

পশ্চিমবঙ্গের মহিলা সংশোধনাগারগুলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছিলেন আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, সংশোধনাগারে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন একাধিক মহিলা বন্দি। আদালত জানতে পারে, সম্প্রতি রাজ্যের জেলগুলিতেই ১৯৬টি শিশুর জন্ম হয়েছে। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement