Advertisement

বাবুলের রাজনৈতিক ভিত্তি নেই, উপ-নির্বাচনে প্রমাণ হয়ে যাবে : শুভেন্দু

ভুয়ো ভ্যাকসিন থেকে গরুপাচার-কয়লাপাচার, বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "এনামুল-তৃণমূল। গরুর এনামুল মানে কে? ভাইপো। কয়লাকাণ্ডে একজন যাচ্ছে, একজন বেরোচ্ছে, প্রতিযোগিতা চলছে। কয়লাকাণ্ড সবচেয়ে বড় দুর্নীতি।" 

শুভেন্দু অধিকারী
গোপাল ঠাকুর
  • জঙ্গিপুর,
  • 21 Sep 2021,
  • अपडेटेड 8:44 AM IST
  • "বাবুল সুপ্রিয় ভাল বন্ধুু"
  • "মানুষ মোদীজিকে দেখে ভোট দিয়েছিলেন"
  • বললেন রাজ্যের বিরোধী দলনেতা

"বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ভাল গান করেন, ভাল হিন্দি বলেন, ইংরেজি বলেন, ভাল বন্ধু, রসিকতা করেন, কিন্তু রাজনৈতিক কোনও ভিত্তি তাঁর নেই। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না। যখন আসানসোলে উপনির্বাচন হবে তখন প্রমাণ হয়ে যাবে যে মানুষ কোনও ব্যাক্তিকে দেখে নয়, মোদীজিকে দেখে ভোট দিয়েছিলেন।" মঙ্গলবার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুজিত দাসের সমর্থনে প্রচারে গিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এছাড়া এদিন ভুয়ো ভ্যাকসিন থেকে গরুপাচার-কয়লাপাচার, বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "এনামুল-তৃণমূল। গরুর এনামুল মানে কে? ভাইপো। কয়লাকাণ্ডে একজন যাচ্ছে, একজন বেরোচ্ছে, প্রতিযোগিতা চলছে। কয়লাকাণ্ড সবচেয়ে বড় দুর্নীতি।" 

অন্যদিকে এদিন ত্রিপুরায় (Tripura) তৃণমূলের কর্মসূচিকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। করোনা পরিস্থিতিতে আসন্ন পুজোর কথা মাথায় রেখে আগামী ৪ নভেম্বর পর্যন্ত কোনও সভাসমিতি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিপ্লব দেবের সরকার। তারপরেও বুধবার আগরতলায় যাওয়ার সিদ্ধান্তে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেক্ষেত্রে মিছিলের পরিবর্তে তৃণমূল অন্য কর্মসূচি নেবে বলে জানা যাচ্ছে। এদিন সেই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি কোথায় কর্মসূচি নেবেন, "ত্রিপুরায় যাবেন নাকি দিল্লিতে ইডির কাছে যাবেন সেটা উনিই বলতে পারবেন না। আর উনি এমন কোনও বিরাট মাপের নেতা নয় যার সম্পর্কে মন্তব্য করতে হবে।"  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement