ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই, কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু। পাশাপাশি গোটা ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান তিনি।
শনিবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির কার্যালয়ে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভ্যাকসিন কাণ্ডে আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত হলে রাজ্যের মানুষ প্রকৃত ঘটনা জানতে পারবেন। ওই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা মানুষ জানতে পারবেন। কিন্তু রাজ্য সরকার তদন্তের জন্য যে সিট গঠন করেছে, তা তদন্তের নামে প্রহসন হবে। এর আগেও অনেক ঘটনা দেখেছে রাজ্যবাসী সেই ভাবে একই ঘটনা ঘটবে। আমি বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনকে জানিয়েছি। আশা করি কেন্দ্র সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, যে অভিযুক্ত দেবাঞ্জন দেব যেভাবে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী-সাংসদের সাথে ছবি তুলেছে, তা দেখে তাজ্জব বনে যাচ্ছে রাজ্যের মানুষ। এমনকি তার নাম ফলক লেখা হচ্ছে । তাই এই ঘটনার সিট দিয়ে তদন্ত করলে কিছুই হবেনা। প্রয়োজন আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত করা। সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের ও তীব্র সমালোচনা করেন। ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামা প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, যে রাজ্য সরকার ৩৮ টাকা সেস নেয়, সেই টাকাটা ছেড়ে দিক না। ভোটের আগে এক টাকা কমিয়ে দিয়ে চমক দিয়ে ছিল। আর এখন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কথা বলে রাস্তায় নেমে মানুষকে আবার ধোঁকা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ এদের উপযুক্ত জবাব দেবে বলে তিনি জানান। মুকুল রায়ের বিধায়ক পদ সম্পর্কে তিনি বলেন স্পিকার কি সিদ্ধান্ত নেয় আগে জানাক তারপরে বিরোধী দলনেতা হিসেবে আমি আমার বক্তব্য জানাবো।