মঙ্গলবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিনই তাঁকে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সৌরভের 'শিল্পপতি সত্ত্বা'র কঠোর সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন?' প্রাক্তন অধিনায়কের প্রতি যদিও তাঁর 'শ্রদ্ধা' আছে বলে জানান বিরোধী দলনেতা। তবে তিনি শিল্পের মুখ হিসাবে কতটা যুক্তিযত, সেই প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দুর কথায়, 'সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট সত্ত্বাকে নমস্কার করি। তিনি আমাদের গর্ব। কিন্তু তিনি কোনওদিন শিল্পপতি ছিলেন না।'
মঙ্গলবার নিউটাউনে দুই দিনব্যাপী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সূচনা হয়। আর সেই প্রথম দিনেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পরপরই শুভেন্দুর কটাক্ষ, 'সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন? কিছু ফ্ল্যাট বানিয়েছন জানি। তাতে অভিযোগও আছে। অভিযোগ অনেকে টাকা দিয়েও ফ্ল্যাট পাননি এখনও।'
শুভেন্দু অধিকারীর মতোই এই নিয়ে মুখ খোলেন অপর বিরোধী দলনেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছর লাগল? নাকি খুঁজে পাচ্ছিলেন না? ঘর কা মুরগি ডাল বরাবর?'
সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। সেখানেও রাজ্যে শিল্প টানার লক্ষ্যেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েও তাঁর পাশে ছিলেন সৌরভ।
আবার এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্র তথা বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠতা নিয়েও কম চর্চা হয়নি। এক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেহালায় সৌরভের বাড়িতে নৈশভোজে এসেছিলেন। শুধু তাই নয়। সঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতৃবৃন্দও ছিলেন। এক টেবিলে বসে খাওয়াদাওয়া করেন তাঁরা।
বিজেপি শাসিত ত্রিপুরায়, রাজ্য সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, 'ত্রিপুরা সরকার তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছে। আর বাংলার জন্য তিনি এত করেছেন, তাঁকে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছর লেগে গেল!'