Advertisement

'সংস্কার না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী,' বঙ্গ BJP নিয়ে ফের ট্যুইট তথাগতর

সাম্প্রতিককালে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার আক্রামণ শানিয়ে চলেছেন বর্ষীয়ান এই বিজেপি (BJP) নেতা। সোশ্যাল মিডিয়ায় একের পর বিস্ফোরক পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। 

তথাগত রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2021,
  • अपडेटेड 3:56 PM IST
  • ফের বিস্ফোরক ট্যুইট তথাগত রায়ের
  • নারী ও অর্থ নিয়ে আবারও আক্রমণ
  • দলের অন্দরে সংস্কারের পরামর্শ

টাকা ও নারী সংক্রান্ত মন্তব্য নিয়ে ফের ট্যুইট বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy)। বৃহস্পতিবার এক ট্যুইটে তথাগত রায় লেখেন, বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন," টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।" তথাগতর এই ট্যুইটকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। 

প্রসঙ্গত, সাম্প্রতিককালে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার আক্রামণ শানিয়ে চলেছেন বর্ষীয়ান এই বিজেপি (BJP) নেতা। সোশ্যাল মিডিয়ায় একের পর বিস্ফোরক পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। 

এরই মাঝে বিজেপির বিরুদ্ধে টাকা ও নারী সংক্রান্ত অভিযোগ তোলেন তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তথাগত রায় লিখেছিলেন, "বিধানসভা নির্বাচনে টিকিট বিনিময়ের দলের একাংশ অর্থ ও নারীচক্রের দ্বারা প্রভাবিত হয়।" তথাগতর এই মন্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে রাজ্যের মহিলা কমিশনে অভিযোগ জানান আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পালটা দিলীপ ঘোষকে 'অর্ধ শিক্ষিত' বলে কটাক্ষ করেছেন তথাগত রায়। একইসঙ্গে তথাগতর চ্যালেঞ্জ, 'পারলে তাঁকে দল থেকে তাড়ানো হোক।' 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement