আবারও ট্যুইটে আক্রমণ বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy)। এবার 'দাদু' মন্তব্য নিয়ে আক্রমণ শানালেন তিনি। ট্যুইটে তথাগত রায় লিখেছেন, "যারা আমাকে দাদু সম্মোধন করে তাদেরকে আমার আশীর্বাদ জানাই। শুধু সেইসব নাতি-নাতনিদের কাছে একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না। দাদু মানে তো বাবার বাবা ও মায়ের বাবা দুই-ই হয়। আমি তাদের মধ্যে কাদের বাবা এবং মায়ের জন্ম দিয়েছিলাম?" তথাগতর এহেন ট্যুইটের পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে।
প্রসঙ্গত, ট্যুইটে তথাগত রায়ের আক্রমণ এই প্রথম নয়। প্রায়শই বিভিন্ন বিষয়ে ট্যুইট করেন বর্ষীয়ান এই বিজেপি (BJP) নেতা। যা নিয়ে বিভিন্ন সময় রীতিমতো বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকেও। এই তো কয়েকদিন আগে দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাতের পোস্টার নিয়েও ট্যুইট করেন তিনি। সেই সময় তথাগত লেখেন, "এই জন্যই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন মূর্খের অশেষ দোষ। পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না।"
তারও আগে একবার বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) সঙ্গেও ট্যুইট যুদ্ধ লাগে তথাগতবাবুর। মুকুল রায় তৃণমূলের (TMC) ফিরে যাওয়ার পর ভোটের আগে যাঁরা ঘাসফুল শিবির থেকে পদ্ম ব্রিগেডে নাম লিখিয়েছিলেন তাঁদেরকে 'ট্রয়ের ঘোড়া' বলে কটাক্ষ করেছিলেন তথাগত। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন স্বপন দাশগুপ্ত। তিনি লিখেছিলেন, "২০১৯-এর মে মাসের পর যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের সবাইকে ট্রয়ের ঘোড়া হিসেবে দেখাটা অন্যায়।"
বিভিন্ন সময় তাঁর ট্যুইট ঘিরে বিতর্ক ছড়ালেও থামান যায়নি তথাগত রায়কে। নানা ইস্যুতে ট্যুইটে আক্রমণ জারি রেখেছেন তিনি। এবার দেখার তাঁর নয়া এই ট্যুইট ঘিরে কোন দিকে গড়ায় রাজনীতির জল।