Advertisement

TMC: বাসন্তীতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। 

তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ।
বিশাল দাস
  • বাসন্তী,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 4:54 PM IST
  • তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ।
  • চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়।
  • এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। 

তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকানে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উত্তর মোকামবড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙি গ্রামে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় রাত সাড়ে তিনটে নাগাদ। এর আগেও, একাধিকবার হামলা হয়েছে অশোকের উপর। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অশোক উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৮ নম্বর বুথের সভাপতি। কিন্তু গত পঞ্চায়েত ভোটে এই বুথে বিজেপির শৈলেন নস্কর জয়ী হন। অভিযোগ, সেই ঘটনার পর থেকেই ওই এলাকায় বিজেপির দাপট বাড়তে থাকে। এদিকে অশোক এলাকায় তৃণমূলের সংগঠন বাড়ানোর চেষ্টা করছেন, সেই কারণেই তাঁর বাড়িতে রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি। 

যদিও বিজেপি দাবি করেছে, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। আগেও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়েছে বাসন্তী থানার পুলিশ। 

সংবাদদাতা-  প্রসেনজিৎ সাহা।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement