তৃণমূল এবং মিম- দুজনেই সাম্প্রদায়িক রাজনীতি করে। সোমবার এই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে। মিম-ও সাম্প্রদায়িক রাজনীতি করে। একমাত্র মিমের ওপরই তৃণমূলের ওপর ভরসা আছে। রাজ্যের মানুষের ওপর নেই।
এদিন তৃণমূলে নাম লেখান অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর বাংলার প্রধান। তাঁর সঙ্গে ওই দলের আরও অনেকে তৃণমূল যোগ দেন। এ ব্য়াপারে মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু মন্তব্য করেন, মিম মনে করছে, তার কাজটা তৃণমূল করে দেবে। মিমও সাম্প্রদায়িক রাজনীতি করে, তৃণমূলও সাম্প্রদায়িক রাজনীতি করে। একমাত্র মিমের ওপরই তৃণমূলের ওপর ভরসা আছে। রাজ্যের মানুষের ওপর নেই। তাই মিম আর টিএমসি কাছাকাছি এসেছে। এরকম বাকি দলও টিএমসির সঙ্গে যাবেন, যারা এই রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন।
মেদিনীপুর শহরের কেরানিতলায় একটি জগদ্ধাত্রী পুজোয় আমন্ত্রিত হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। হিন্দু যুব বাহিনী ওই কর্মসুচীর আয়োজিত করেছিল। পুরোহিত ভাতা তিনি মন্তব্য করেছেন, "ইমাম-মোয়াজ্জেনদের ভাতা দিতে দিতে পুরোহিতের ভাতা দেওয়া শুরু হয়েছে। বিগত দশ বছর কেন দিলেন না ,কি অন্যায় করেছিল পুরোহিতরা? হিন্দুসমাজ দক্ষিণা দিয়ে তাঁদের রেখেছিল এতদিন। আপনি কেন পুরোহিতদের এমন ভাবছেন, এক হাজার টাকা কি তাঁদের প্রণামী দিচ্ছেন? এখানেও ভেদাভেদ।"
তাঁর দাবি, গরীব কৃষকদের প্রাপ্য টাকা আটকে রেখেছেন। মোদীজি টাকা দিচ্ছেন, উনি আটকে রাখছেন। আয়ুষ্মান যোজনার ৫ লক্ষ টাকা উনি দিচ্ছেন না বছরে। না পারলে আপনি ছেড়ে দিন মোদীজি টাকা দেবেন। কেন্দ্র লোক পাঠিয়েছে সাগর দত্ত হাসপাতালে টিকা দেওয়ার জন্য। ওঁরা নাম নির্বাচিত করতে পারেননি। ঠিক যেমন কৃষক সম্মানের জন্য নাম পাঠাতে পারেননি। টিকার বেলাতেও তাই হয়েছে। ওনারা কি চান না বাংলার মানুষ সুস্থ থাক?
বহিরাগত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন "এখন বহিরাগত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই সমস্ত রাজনৈতিক দলগুলো গান্ধীবাদের অনুকরণ করে। গান্ধীজী, নরেন্দ্র মোদী আর অমিত শাহ- সবাই কিন্তু গুজরাতের মানুষ। এখানেও ভেদাভেদ। আমাদের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। দিদিমণি খুব কষ্ট পেয়েছেন। রাস্তায় কাঁদতে কাঁদতে হেঁটেছেন। কিন্তু যখন বাংলার অ্যাম্বাসডর নাম নির্বাচিত করা হল, তখন কি সৌমিত্রবাবুর নাম এসেছিল? বাংলার অ্যাম্বাসডর রয়েছেন শাহরুখ খান। অথচ উনি বলেন উনি নাকি বাঙালিপ্রেমী। শাহরুখ খান কি দিদির সঙ্গে বাংলায় গল্প করেন? নাকি প্রশান্ত কিশোর বাংলায় গল্প করেন? এখন সবাই নাকি বহিরাগত আমরা। কারও মাথা খারাপ না হলে এ কথা বলে না।"