Advertisement

TMC: '১০০ দিনের কাজের টাকা মেলেনি', নির্মলাকে চ্যালেঞ্জ জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের

কেন্দ্রীয় বাজেটে কোনও রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে জবাবি ভাষণে মঙ্গলবার সংসদে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলার সেই বক্তব্যের পাল্টা শ্বেতপত্র প্রকাশের দাবি জোরালো করল তৃণমূল। একইসঙ্গে বাংলার শাসকদল দাবি করল, ১০০ দিনের কাজে কোনও টাকা দেওয়া হয়নি। 

কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2024,
  • अपडेटेड 4:39 PM IST
  • শ্বেতপত্র প্রকাশের দাবি জোরালো করল তৃণমূল।
  • বাংলার শাসকদল দাবি করল, ১০০ দিনের কাজে কোনও টাকা দেওয়া হয়নি। 
  • কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল।

কেন্দ্রীয় বাজেটে কোনও রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে জবাবি ভাষণে মঙ্গলবার সংসদে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলার সেই বক্তব্যের পাল্টা শ্বেতপত্র প্রকাশের দাবি জোরালো করল তৃণমূল। একইসঙ্গে বাংলার শাসকদল দাবি করল, ১০০ দিনের কাজে কোনও টাকা দেওয়া হয়নি। 

বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। ১০০ দিনের কাজে টাকা না-দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে সরব মমতার দল। এই নিয়ে দিল্লিতে আন্দোলনও করেছে জোড়াফুল শিবির। এবার সেই ১০০ দিনের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূল। এদিন কুণাল বলেন, 'মোদী সরকারের রিপোর্টে ১০০ দিনের কাজে বাংলা প্রথম স্থানে রয়েছে। ভোটে হারের জন্য টাকাটা বন্ধ করল। দ্বিচারিতা করা হচ্ছে। তৃণমূল কখনও বৈষম্য করে না। বাংলায় হেরেছে বলে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার বকেয়া কই, ১০০ দিনের টাকা কই? এটা তো মানুষ বলবে এবার।' কুণাল আরও বলেন, 'বাংলার মাটি থেকে কর নিয়ে যাচ্ছেন। তা হলে বাংলাকে তার প্রাপ্য দেবেন না কেন? বাংলা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঞ্চিত।'

এই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, 'বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয় না অভিষেক শ্বেতপত্র দাবি করেছেন। নির্মলা সীতারামন বলছেন, বাংলাকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, নিশ্চয়ই তাঁর কাছে হিসাব রয়েছে। ২০২১ সালের পর থেকে কেন  তথ্য দিয়ে বলতে পারলেন না। শ্বেতপত্র দিতে পারলেন না। ১০০ মিনিটের জবাবি ভাষণেও উল্লেখ করলেন না। তার মানে টাকা দেওয়া হয়নি।কেন মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে! বিজেপি আগামী দিনে বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাবে।'

মঙ্গলবার লোকসভায় নির্মলা বলেন যে, কোনও রাজ্যকে বঞ্চনা করা হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ-ও বলেন যে, বাজেটে কোনও রাজ্যের নাম উল্লেখ করা হয়নি বলে যে, সেই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়নি, তেমনটা নয়। গতকাল নির্মলার বক্তব্যের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল। 
 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement