Advertisement

Akhil Giri: মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া পদক্ষেপ, অখিল গিরিকে অবিলম্বে ইস্তফার নির্দেশ দিল TMC

মহিলা বন আধিকারিককে হুমকির ঘটনায় অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল শাসকদল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার ফোনে যোগাযোগ করে কারামন্ত্রী অখিল গিরিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও, তাঁকে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। 

অখিল গিরিকে ইস্তফার নির্দেশ। কোলাজ
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 04 Aug 2024,
  • अपडेटेड 3:37 PM IST
  • মহিলা বন আধিকারিককে হুমকির ঘটনায় অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল শাসকদল তৃণমূল।
  • দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার ফোনে যোগাযোগ করে কারামন্ত্রী অখিল গিরিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মহিলা বন আধিকারিককে হুমকির ঘটনায় অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল শাসকদল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার ফোনে যোগাযোগ করে কারামন্ত্রী অখিল গিরিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও, তাঁকে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। 

শাসকদলের মুখপাত্র শান্তনু সেন 'বাংলা ডট আজতক ডট ইন'কে বলেন, 'অখিল গিরি যে আচরণ করেছেন তা তৃণমূল সমর্থন করে না। এর বিরুদ্ধে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে। এদিন তাঁকে রাজ্য সভপতি সুব্রত বক্সি ইস্তফা দিতে নির্দেশ দিয়েছেন।'

সূত্রের খবর, এই ঘটনায় প্রশাসনের শীর্ষ স্তর, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষুব্ধ। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে, সে সময়ও মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। এবার মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে এহেন আচরণে মুখ্যমন্ত্রী অত্যন্ত অসন্তুষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মহিলাদের ভোটব্যাঙ্কের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী, এবং তারই মন্ত্রী যদি এমন আচরণ করেন, তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চেও দলের নেতাদের আচরণ সংযত রাখার পরামর্শ দিয়েছিলেন। এখন অখিল গিরি দলের ভাবমূর্তির জন্য অস্বস্তি তৈরি করছেন। ইতিমধ্যে, সুব্রত বক্সি ফোনে গিরিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন এবং পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। অখিল গিরি নিজে ভুল স্বীকার করলেও, বনমন্ত্রী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টিতে অখিল গিরিকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। তিনি প্রতিক্রিয়া দিলে প্রতিবেদনে তা আপডেট করা হবে।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement