Advertisement

ঝালদায় বোর্ড TMC-র, তপন কান্দুর স্ত্রীর নেতৃত্বে মিছিল-ধুন্ধুমার, বন্‌ধের ডাক

এদিনই ছিল ঝালদা পুরসভার বোর্ড গঠন। পুরসভার মোট আসন সংখ্যা ১২। তারমধ্যে তৃণমূল দখলে ৫টি আসনে। কংগ্রেসের দখলেও যায় ৫টি আসন। আর বাকি ২টি আসন জেতেন নির্দল প্রার্থীরা। কিন্তু তপন কান্দু খুন হওয়ায়, বর্তমানে ওই পুরসভায় কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা ৪। অন্যদিকে ১ নির্দল কাউন্সিলর ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূলে। যার জেরে বর্তমানে পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ৬। এদিন নয়া পুরবোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন সুরেশ আগরওয়াল। 

কংগ্রেসের কালা দিবস পালনকংগ্রেসের কালা দিবস পালন
অনিল গিরি
  • ঝালদা,
  • 05 Apr 2022,
  • अपडेटेड 3:45 PM IST
  • ঝালদায় বোর্ড গড়ল তৃণমূল
  • প্রতিবাদে কালাদিবস পালন কংগ্রেসের
  • আগামিকাল বনধের ডাক

পুরুলিয়ার ঝালদা পুরসভার (Purulia Jhalda Municipality) বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড। চেয়াম্যান নির্বাচিত হলেন পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরেশ আগরওয়াল। প্রতিবাদে আগামিকাল ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। 

কিছুদিন আগে খুন হন ঝলদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Murder Case)। আজ সেই ঝালদাতেই ছিল পুরবোর্ড গঠন। পুরসভার মোট আসন সংখ্যা ১২। তারমধ্যে তৃণমূল দখলে ৫টি আসনে। কংগ্রেসের দখলেও যায় ৫টি আসন। আর বাকি ২টি আসন জেতেন নির্দল প্রার্থীরা। কিন্তু তপন কান্দু খুন হওয়ায়, বর্তমানে ওই পুরসভায় কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা ৪। অন্যদিকে ১ নির্দল কাউন্সিলর ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূলে। যার জেরে বর্তমানে পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ৬। এদিন নয়া পুরবোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন সুরেশ আগরওয়াল। 

কংগ্রেসের প্রতিবাদ

এদিকে তপন কান্দুর খুনের পর ঝালদায় তৃণমূলের বোর্ড গঠনের প্রতিবাদে এদিন কালাদিবস পালন করেন কংগ্রেস কর্মী সংর্থকেরা। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর নেতৃত্বে করা হয় মিছিল। সেই মিছিল করে ঝালদা পুরসভা চত্বরে পৌঁছতেই তাঁদের আটকে দেয় পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস নেতা কর্মীদের। ধস্তাধস্তির মাঝে ভেঙে যায় পুলিশের ব্যারিকেডও।

আরও পড়ুন

মোতায়েন পুলিশ

তপন কান্দু খুনের ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অবিলম্বে রাজ্য পুলিশের হাতে থাকা সমস্ত নথি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযোগকারী ও মানুষের মনে আস্থা ফেরাতেই এই নির্দেশ বলে জানিয়েছে আদালত। 
 

 

Read more!
Advertisement
Advertisement