Advertisement

সোনারপুর-অন্ডালে TMC-র 'গোষ্ঠী সংঘর্ষ', বোমাবাজি

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালের খাদরা ফুটবল মাঠ এলাকায়। সূত্রের খবর, ঘটনার সময় মাঠে বসে ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন। অভিযোগ, তখনই সেখানে কেউ বা কারা বোমা ফাটায়। ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় ধীবর নামে একজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এছাড়া আরও একজনকে আটক করে পুলিশ। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেই দাবি স্থানীয়দের একাংশের।

প্রতীকী ছবি
প্রসেনজিৎ সাহা / অনিল গিরি
  • সোনারপুর/অন্ডাল,
  • 03 Mar 2022,
  • अपडेटेड 7:11 PM IST
  • তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা
  • সোনারপুরে বোমাবাজি, আহত ২-৩ জন
  • অন্ডালে বোমাবাজিতে চাঞ্চল্য

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তজনা ছড়াল পৃথক জায়গায়। প্রথম ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, ওই ওয়ার্ডে এবার জিতেছেন তৃণমূলের পিন্টু দেবনাথ। জয়ের পর বিজয় উৎসবে মেতেছিলেন তাঁর অনুগামীরা। অভিযোগ, সেই সময় ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পাপিয়া হালদারের অনুগামীরা তাঁদের ওপরে হামলা চালায়। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ২-৩ জন। এরপর উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। 

অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালের খাদরা ফুটবল মাঠ এলাকায়। সূত্রের খবর, ঘটনার সময় মাঠে বসে ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন। অভিযোগ, তখনই সেখানে কেউ বা কারা বোমা ফাটায়। ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় ধীবর নামে একজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এছাড়া আরও একজনকে আটক করে পুলিশ। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেই দাবি স্থানীয়দের একাংশের। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খারিজ করে তৃণমূলের ব্লক সভাপতি কালোবরণ মণ্ডলের দাবি, এটা দুষ্কৃতীদের কাজ, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। 

এদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কৌশিক মণ্ডলের এর নেতৃত্বে তৃণমূল কর্মীদের একাংশ থানায় বিক্ষোভ দেখান। এই ঘটনায়, খাদরা এলাকার অপর এক তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতি আশীষ ভট্টাচার্য বলেন," থানার ওসি একজন প্রাশাসনিক ব্যক্তি, তাঁর বিরুদ্ধে তৃণমূলের স্লোগান মোটেও কাম্য নয়"। 

যদিও কৌশিক মণ্ডল জানান, দলের মধ্যে কোনও সমস্যা নেই। থানায় থানায় বিক্ষোভও দেখাননি। এলাকার কিছু সমস্যা নিয়েই তাঁরা থানার আধিকারিকের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, গতরাতের বোমাবাজির ঘটনা নিয়ে কোনও পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। 

Advertisement

আরও পড়ুনহাওড়ার ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, কাজ হারিয়েই আত্মহত্যা?


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement