Advertisement

ফের 'কাট মানি'! কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। অভিযোগ তুলেছে তৃণমূলেরই অপর গোষ্ঠী। এমনকী অভিযোগকারী গোষ্ঠীর তরফে বিক্ষোভও দেখান হয়। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে (Kulti Asansol)। অভিযুক্ত তৃণমূল নেতাকে সরানোর দাবি জানান অপর গোষ্ঠীর নেতারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই নেতা।

পিএইচই দফতরের সামনে বিক্ষোভ
অনিল গিরি
  • কুলটি,
  • 23 Jun 2021,
  • अपडेटेड 6:43 PM IST
  • তৃণমূল নেতার বিরুদ্ধে 'কাট মানি' নেওয়ার অভিযোগ
  • অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর
  • সমস্ত অভিযোগ অস্বীকার ওই নেতার

আবারও 'কাট মানি'র অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। অভিযোগ তুলেছে তৃণমূলেরই অপর গোষ্ঠী। এমনকী অভিযোগকারী গোষ্ঠীর তরফে বিক্ষোভও দেখান হয়। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে (Kulti Asansol)। অভিযুক্ত তৃণমূল নেতাকে সরানোর দাবি জানান অপর গোষ্ঠীর নেতারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই নেতা।

অভিযুক্ত তৃণমূল নেতার নাম বাবাই ঘোষাল। এই বিষয়ে তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা মোহিত মণ্ডলের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বাবাই ঘোষাল টাকা নিয়ে পিএইচই দফতরে চাকরি করে দিচ্ছেন। নিজের ভাইকেও চাকরিতে ঢুকিয়েছেন বলে অভিযোগ। এমনকী যে ৪ জন আগে থেকে কাজ করছিলেন তাঁদের সরিয়ে সেই জায়গায় নতুন লোকেদের চাকরিতে নেওয়া হয়েছে বলে দাবি করেন মোহিতবাবু। এই ঘটনার প্রতিবাদে বুধবার কল্যাণেশ্বরী পিএইচই দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ। 

যদিও তাঁর বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাবাই ঘোষাল। পালটা সংবাদমাধ্যমের সামনে বাবাই ঘোষালের দাবি, যিনি চাকরি পেয়েছেন তাঁর কাছে জিজ্ঞাসা করলেই জানা যাবে কেউ 'কাট মানি' নিয়েছেন কি না। এছাড়া বিক্ষোভকারীরা তাঁর অভিভাবক নন বলেও মন্তব্য করেন ওই তৃণমূল নেতা। 

প্রসঙ্গত এর আগেও তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে উঠেছে 'কাট মানি' নেওয়ার অভিযোগ। হুগলির পাণ্ডুয়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য গ্রামবাসীদের থেকে ১৫-২০ হাজার টাকা করে চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীদের টাকা দিতে বারণ করেন বিজেপি কর্মী সুজয় হাওলাদার। অভিযোগ তার জেরে, সুজয় হাওলাদারের ওপর রড, লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধরে গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। 
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement