Advertisement

Sisir Adhikari-Kunal Ghosh: '১০ লাখ ৩ বছরে বেড়ে ১০ কোটি!' শিশিরের সম্পত্তির খতিয়ান দিয়ে দাবি কুণালের

কাঁথির সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সব সত্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করেছিলেন কুণাল। শনিবার কুণাল ট্যুইটে শিশির অধিকারীর সম্পত্তি কমা বাড়া নিয়ে একটি পোস্ট করেন।

শিশির অধিকারী-কুণাল ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 1:27 PM IST
  • কাঁথির সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
  • ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সব সত্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করেছিলেন কুণাল
  • শনিবার কুণাল ট্যুইটে শিশির অধিকারীর সম্পত্তি কমা বাড়া নিয়ে একটি পোস্ট করেন

Sisir Adhikari-Kunal Ghosh: কাঁথির সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সব সত্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করেছিলেন কুণাল। শনিবার কুণাল ট্যুইটে শিশির অধিকারীর সম্পত্তি কমা বাড়া নিয়ে একটি পোস্ট করেন।  ট্যুইটে কুণাল পোস্ট করেন, "পরিসংখ্যান সত্য নাকি ভুল? ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এলো? এটা কি জাদু?"

শিশির অধিকারীর নির্বাচন কমিশনে আপলোড করা এবং ভারত সরকারকে দেওয়া সম্পত্তির তথ্য তুলে ধরেন কুণাল। তাতে দেখা যাচ্ছে, ২০০৯ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকার খানিকটা বেশি। ২০১২ সালে ভারত সরকারকে দেওয়া তথ্যে সম্পত্তির পরিমাণ ১০ কোটি দেখানো হয়। ২০১৯ সালে লোকসভার সময় তাঁর সম্পত্তির পরিমাণ কমে দাঁড়ায় ৩ কোটির খানিকটা বেশি।

সম্পত্তির উত্থান-পতনের কী কারণ? নাকি সম্পত্তির পরিমাণ গোপন করতে চাইছেন শিশিরবাবু? কুণাল প্রশ্ন তুলেছেন তা নিয়ে। যদিও খাতায় কলমে এখনও তৃণমূস সাংসদ রয়েছেন শিশির। তবে শিশির-পুত্র শুভেন্দু অধিকারী এখন বিজেপির বিরোধী দলনেতা। শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর তৃণমূলের কোনও অনুষ্ঠানেই দেখা যায়নি তাঁকে। 

প্রসঙ্গত, গত বুধবার অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে 'কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসা'র হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্নের ডেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তা নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ। শুক্রবার অধিকারী পরিবারের সত্য ফাঁসের হুঁশিয়ারি দেন। সেইমতো শনিবার পোস্ট করেন তিনি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement