Advertisement

TMC Delhi Protest: ট্রেন অনুমতি দেয়নি, ৫ হাজার লোককে বাসেই দিল্লি নিয়ে যাবে TMC

আগামী সপ্তাহে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)।  প্রায় পাঁচ হাজার MGNREGA জব কার্ডধারীদের নিয়ে যাওয়া হবে সেখানে। তাঁদের নিয়ে যাওয়ার জন্য় বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই আর্জি প্রত্যাখান করে দেওয়া হয়েছে। আর তারপরেই ভিন্ন পথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

MGNREGA কর্মীদের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বাসের বিকল্প ব্যবস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2023,
  • अपडेटेड 12:56 PM IST
  • আগামী সপ্তাহে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)।  প্রায় পাঁচ হাজার MGNREGA জব কার্ডধারীদের নিয়ে যাওয়া হবে সেখানে।
  • তাঁদের নিয়ে যাওয়ার জন্য় বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই আর্জি প্রত্যাখান করে দেওয়া হয়েছে।
  • শুক্রবার অভিষেক জানিয়েছেন,৩ অক্টোবরের প্রতিবাদের জন্য সমর্থকদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য ভিন্ন পন্থার ব্যবস্থা করা হচ্ছে।

আগামী সপ্তাহে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)।  প্রায় পাঁচ হাজার MGNREGA জব কার্ডধারীদের নিয়ে যাওয়া হবে সেখানে। তাঁদের নিয়ে যাওয়ার জন্য় বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই আর্জি প্রত্যাখান করে দেওয়া হয়েছে। আর তারপরেই ভিন্ন পথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার অভিষেক জানিয়েছেন,৩ অক্টোবরের প্রতিবাদের জন্য সমর্থকদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য ভিন্ন পন্থার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ' আমাদের একটি বিশেষ ট্রেনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আর সেই কারণে আমরা MGNREGA কর্মীদের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বাসের বিকল্প ব্যবস্থা করেছি।'

বাসগুলি বিজেপি-শাসিত রাজ্যেরও মধ্যে দিয়ে যাবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট গাড়িও থাকবে।

১০০ দিনের কাজের জব কার্ডধারীদের জন্য প্রতিটি বাসে টিএমসি নেতা ও কর্মীরা থাকবেন। আপদকালীন চিকিৎসারও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, নয়াদিল্লিতে তাঁদের থাকারও ব্যবস্থা করা হচ্ছে।

প্রথমে পশ্চিমবঙ্গ থেকে নয়াদিল্লির একটি বিশেষ ট্রেনের অনুরোধ করা হয়েছিল। ভারতীয় রেল তা প্রত্যাখ্যান করে দেয়। পূর্ব রেল জানায়, পর্যাপ্ত সংখ্যক কোচ নেই। আর সেই কারণেই এই আবেদন প্রত্যাখান করা হল। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনের অনুমতি প্রত্যাখ্যাত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। ৩০ সেপ্টেম্বরই দিল্লি রওনার জন্য ৫,০০০ সিট চেয়েছিল তৃণমূল কংগ্রেস।

দিল্লির কর্মসূচির অংশ হিসেবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার TMC-এর সাংসদ, বিধায়ক এবং নেতারা ২ অক্টোবর তাঁর জন্মবার্ষিকীতে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের কথা ছিল। তবে সম্প্রতি স্পেন সফরের সময়ে তিনি হাঁটুতে চোট পান। দেশে ফেরার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement