ফের বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়ার অভিযোগ উঠল। অভিযোগ, সোমবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে ঢুকছিল বন্দে ভারত এক্সপ্রেস। সেই সময় হুগলির চন্দনপুরে ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই রেল কর্মীরা পৌঁছন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই নিয়ে নয় দিনে চার বার হামলা হল! প্রায় রোজই আক্রান্ত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আর এই আবহেই বন্দে ভারতে ঢিল ছোড়া প্রসঙ্গেও মন্তব্য করেন সাংসদ দেব। অভিনেতা সাংসদ বলেন, ‘‘শিক্ষার অভাবে ট্রেনে ঢিল মারা হয় কিংবা আগুন লাগিয়ে দেওয়া হয়। এটা তো মোদী বা দিদির ট্রেন নয়। এটা রাজনৈতিক বাহনও নয়।’’
মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক
সোমবার নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ দেব। দাসপুরে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন টলিউড সুপারস্টার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেবের প্রজাপতি। এই সিনেমায় দেবের সঙ্গী ছিলেন বিজেপিতে নাম লেখান মিঠুন চক্রবর্তী। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি। তবে নিজের দলের নীচু তলার কর্মীদের বার্তা দিতে আজ আরও একবার সেই মিঠুনের সঙ্গে অভিনয় করার বিষয়টিই তুলে আনেন তৃণমল সাংসদ। দেব বলেন, "আমি আর মিঠুনদা যদি বাবা ছেলের মতো থাকতে পারি তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে! রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদে বিপদে থাকা! রাজনীতির জন্য মারপিট করতে হবে, রক্তারক্তি করতে হবে এই রাজনীতিতে আমি বিশ্বাস করিনা। একটা দল করলে অপর দল শত্রু এমন ভাবা উচিত নয়। কেউ বিপদে পড়লে তাঁর পাশের বাড়ির মানুষটা রঙের উর্ধ্বে উঠে সাহায্য করবে।"
আবাস দুর্নীতি নিয়ে দেব
এদিন নিজের দলকেও রেয়াত করেননি সাংসদ অভিনেতা। আবাসে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। যা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা-সাংসদ দেবও। ঘাটালে দাঁড়িয়ে দেব বলেছেন, 'যেটা ভুল, সেটা ভুল, আমার দল করলেও ভুল।' আবাস-তালিকায় দুর্নীতির কথা কার্যত কবুল করে দেব বলেছেন, 'যারা গরিব, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত। যাদের পাকা বাড়ি, তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছে না।'