Advertisement

Trains Cancelled In Howrah And Sealdah Main Line : বাংলায় আজ ৩৮টি ট্রেন বাতিল, দেশজুড়ে ১৫৬টি, রইল তালিকা

আজ ১৫৬টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। যার মধ্যে ১৩২টি টের পুরোপুরি বাতিল। বাকি ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে আংশিকভাবে। রেলের অফিসিয়াল ওয়েবসাইট enquiry.indianrail.gov.in-এ সকাল ৯টা পর্যন্ত যে আপডেট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ২৬টি ট্রেনের রুট ঘোরানো হয়েছে এবং ৬টি ট্রেনকে রিশিডিউল করা হয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Nov 2022,
  • अपडेटेड 11:01 AM IST
  • আজও প্রচুর ট্রেন বাতিল
  • শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়ে
  • দেখে নিন তালিকা

প্রতিদিনই ট্রেনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। যাত্রীদের সুবিধার জন্য নানাবিধ পদক্ষেপও করে ভারতীয় রেল। যার জেরে কখনও ট্রেন বাতিল করতে হয়, তো কখনও আবার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। তবে যাত্রীদের যাতে হয়রানির শিকার হতে না হয়, তার জন্য এই সংক্রান্ত তথ্য রেল আগে থেকেই অফিসিয়াল ওয়েবসাইট enquiry.indianrail.gov.in/mntes/-এ দিয়ে দেয়। 

আজ ১৫৬টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। যার মধ্যে ১৩২টি টের পুরোপুরি বাতিল। বাকি ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে আংশিকভাবে। রেলের অফিসিয়াল ওয়েবসাইট enquiry.indianrail.gov.in-এ সকাল ৯টা পর্যন্ত যে আপডেট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ২৬টি ট্রেনের রুট ঘোরানো হয়েছে এবং ৬টি ট্রেনকে রিশিডিউল করা হয়েছে। 

এই ট্রেনগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের প্যাসেঞ্জার ও স্পেশ্যাল ট্রেন রয়েছে। তাই ট্রেনে ওঠার আগে অবশ্যই ক্যান্সেল তালিকা দেখে নিন। অর্থাৎ আপনি যে ট্রেনে যাবেন, সেটি আজ আছে কিনা অবশ্যই খতিয়ে দেখুন। এছাড়া রেলের হেল্পলাইন ১৩৯-এ ফোন করেও ট্রেন সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন। 

আজ এরাজ্যের যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে ২টি করে আপ ও ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল। আপ ও ডাউন একটি করে রানাঘাট-নৈহাটি লোকাল। ৪টি করে আপ ও ডাউন চন্দনপুর-হাওড়া লোকাল। একটি করে আপ ও ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। একটি করে আপ ও ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল। আপ ও ডাউন সিঙ্গুর-হাওড়া লোকালও বাতিল করা হয়েছে ১টি করে। একইভাবে আপ ও ডাউন লাইনে একটি করে হরিপাল-হাওড়া লোকালও বাতিল করা হয়েছে। পাশাপাশি আপ ও ডাউন লাইনে ৩টি করে তারকেশ্বর-হাওড়া লোকালও বাতিল থাকছে আজ। ২টি করে আপ ও ডাউন তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল আজ বাতিল রাখা হচ্ছে। বাতিল থাকছে ১টি পাণ্ডুয়া-হাওড়া লোকাল। একটি করে আপ ও ডাউন মেমারি-ব্যন্ডেল লোকালও আজ বাতিল। একটি করে আপ ও ডাউন বর্ধমান-ব্যাণ্ডেল লোকালও এদিন বাতিল থাকছে। তাছাড়াও বাতিল থাকছে নিউ জলপাইগুড়ি-দার্জিলিং প্যাসেঞ্জার। 
 

Advertisement

আরও পড়ুন - কাঁপল ভারতের ৭ রাজ্য-নেপাল সহ ৩ দেশে ভূমিকম্প, মৃত ৬

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement