মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে সেতু রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে পাওয়ার ব্লক থাকবে। যে কারণে শিয়ালদা ডিভিশনে ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনি ও রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা। ১৪ ও ১৫ সেপ্টেম্বর চলবে দু'দিন ব্যাপী রক্ষণাবেক্ষণের কাজ।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদামুখী (ডাউন) লাইনে ১২ ঘণ্টা এবং বারাসতমুখী (আপ) লাইনে ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে আপ এবং ডাউন, উভয় লাইনেই পাওয়ার ব্লক করা হবে। ডাউন লাইনে থাকবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত, আপ লাইনে সকাল সাড়ে ৮টা পর্যন্ত।
শনিবার, ১৪ সেপ্টেম্বর বনগাঁ-শিয়ালদায় ডাউনে এক জোড়া ট্রেন বাতিল। আপ বনগাঁ-শিয়ালদা লোকালেও তাই। এদিন একটি ডাউন এবং আপ হাসনাবাদ-শিয়ালদা লোকাল বাতিল থাকছে।
রবিবার এক জোড়া আপ হাসনাবাদ-শিয়ালদা লোকাল, এক জোড়া ডাউন হাসনাবাদ-শিয়ালদা লোকাল, এক জোড়া আপ দত্তপুকুর-শিয়ালদা লোকাল, একটি ডাউন দত্তপুকুর-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
এ ছাড়াও রবিবার আরও যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে, একটি আপ ও ডাউন মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লোকাল, একটি আপ ও ডাউন লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল, একটি ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল, একটি ডাউন ও আপ হাবড়া-শিয়ালদা লোকাল, একটি বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল, একটি আপ ও ডাউন মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল, একটি মাঝেরহাট-বারাসত লোকাল, একটি বারাসত-বনগাঁ লোকাল, আপ ও ডাউন মিলিয়ে পাঁচটি বারাসত-শিয়ালদা লোকাল, একটি বারাসত-দত্তপুকুর লোকাল এবং একটি দত্তপুকুর-শিয়ালদা লোকাল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচলের পাশাপাশি নিরাপত্তার দিক থেকে ব্লকটি একেবারেই অপরিহার্য।
শনিবার কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। একটি বনগাঁ-শিয়ালদা এবং একটি শিয়ালদা-বনগাঁ লোকাল। রবিবার সংক্ষিপ্ত রুটে চালানো হবে দু'জোড়া বনগাঁ-শিয়ালদা লোকাল, এক জোড়া হাসনাবাদ-শিয়ালদা লোকাল, একটি হাবড়া-শিয়ালদা লোকাল, একটি শিয়ালদা-গোবরডাঙা লোকাল, একটি শিয়ালদা-হাসনাবাদ লোকালের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।