Advertisement

আসানসোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুড়ে মৃত্যু চালকের

রবিবার ভোর ভোর পাঁচটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওষুধ বোঝাই গাড়িটি ঝাড়খণ্ড থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল ওই এলপিজি ট্যাঙ্কারটি। রাস্তায় দুই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ বোঝাই ৪০৭ ভ্যানটি ধাক্কা মারে গ্যাস ট্যাঙ্কারটিকে। প্রচণ্ড জোরে সংঘর্ষের কারণে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুটি গাড়ির কেবিনে।

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা
অনিল গিরি
  • আসানসোল,
  • 13 Jun 2021,
  • अपडेटेड 10:18 AM IST
  • ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ৪০৭-র
  • ৪০৭-এর চালক সহ মৃত ২
  • হাসপাতালে চিকিৎসাধীন ১

ওষুধ বোঝাই ৪০৭ ভ্যান ও এলপিজি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের ওপর আসানসোলের কাল্লা মোড়ে। সংর্ঘষের জেরে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। ঘটনায় মৃত্যু হয় ওষুধের গাড়ির চালক ও এক সাইকেল আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক সাইকেল আরহী। গাড়ির মধ্যেই জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় ওষুধের গাড়ি চালকের। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে দমকলের তিনটি ইঞ্জিন।

জানা গিয়েছে, রবিবার ভোর ভোর পাঁচটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওষুধ বোঝাই গাড়িটি ঝাড়খণ্ড থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল ওই এলপিজি ট্যাঙ্কারটি। রাস্তায় দুই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ বোঝাই ৪০৭ ভ্যানটি ধাক্কা মারে গ্যাস ট্যাঙ্কারটিকে। প্রচণ্ড জোরে সংঘর্ষের কারণে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুটি গাড়ির কেবিনে। ওষুধের গাড়িটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। তবে যতদূর জানা যাচ্ছে গ্যাস ট্যাঙ্কারটি খালি থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে গাড়ির চালক ও খালাসিদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ওষুধের গাড়ির চালককে বের করা সম্ভব হয়নি। অন্যদিকে এই দুর্ঘটনায় ওই দুই সাইকেল আরোহীর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। অপরজন আসানসোলে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement