আকাশছোঁয়া হচ্ছে সবজির দাম (Vegetable Price)। বাজারের দরে হাত পুড়ছে রাজ্যবাসীর। টোম্যাটো দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল। শেষ এক সপ্তাহে বাকি সবজির দামও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে শনিবার জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন সবজির দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে ঘুরবে টাস্ক ফোর্স।
উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, বাজারগুলিতে কাঁচা লঙ্কা বিকোচ্ছে ৩০০ টাকা কিলো দরে। দু’ দিন আগেও এই লঙ্কা কিনেছে কেউ কেউ ৮০ থেকে ১০০ টাকায়। বেগুন থেকে শুরু করে উচ্ছে, করলা সব ১০০ পার। সবজির আগুন দাম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই নির্দেশে শনিবার সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন রবিবার থেকে বাজারগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। আগামী দশ দিনের মধ্যে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে নবান্ন।
নবান্নের তরফে জানানো হয়েছে, সুফল বাংলার মাধ্যমে নির্দিষ্ট মূল্যে পাওয়া যাচ্ছে সবজি। জিরের দামও এখন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাজারে এই মুহূর্তে গোটা সাধারণ জিরের দাম প্রতি কেজি ৮০০থেকে ৮৫০ টাকা। তবে জিরের দাম মাস খানেকের মধ্যে এক হাজার টাকা প্রতি কেজিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
গতবার প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য জিরের ফলনে কম হয়েছিল। এবার জিরের ফলন গতবারের থেকে বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অত্যধিক অনাবৃষ্টির জিরের ফলন একেবারে হয়নি বলা চলে।