Advertisement

Weather Updates: দুর্বল ইয়াস এখন নিম্নচাপ, কবে কমবে বৃষ্টির দাপট?

আজ শুক্রবারও সেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ চলবে দফায় দফায় বৃষ্টিপাত। দিনের সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আজও বৃষ্টির পূর্বাভাস (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2021,
  • अपडेटेड 8:14 AM IST
  • আজও বৃষ্টির পূর্বাভাস
  • বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টি
  • জানাল আলিপুর আবহাওয়া দফতর

ঘূর্ণিঝড়ের ইয়াস (Cyclone Yaas) পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত। আজ শুক্রবারও সেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ চলবে দফায় দফায় বৃষ্টিপাত। দিনের সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

প্রসঙ্গত গত পড়শু দিন ওডিশার (Odisha) বালেশ্বরের ধামড়াতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওডিশার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলারও। এই রাজ্যের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। পাশাপাশি নদী বাঁধ ভেঙে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালিয়েছে সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ দল। চলছে ত্রাণ বিতরণের কাজও। 

এদিকে ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইতিমধ্যেই ইয়াস ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির থেকে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্র। এদিন মুখ্যমন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকের পরে পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ এলাকাগুলি দেখতেও যেতে পারেন নরেন্দ্র মোদী। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এদিন দিঘায় যেতে পারেন মুখ্যমন্ত্রীও। রাতেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখতে পারেন তিনি। এরপর শনিবার সকালে দিঘার ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করে দেখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement