বৃষ্টির অপেক্ষায় রয়েছে শহরবাসী। প্রচণ্ড গরমে পুড়ছে রাজ্য। কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। মে মাসের শেষ দিক থেকে শুরু হয়েছে এই গরম। এখনো চলছে। রাজ্য জুড়েই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। তবে স্বস্তির খবর শোনাল না আলিপুর হাওয়া অফিস। আপাতত তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। তাপপ্রবাহ জারি থাকবে একাধিক জেলায়। এই পরিস্থিতি আগামী পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা আরও বাড়তে পারে
জুনের শুরু থেকেই তাপপ্রবাহ চলছে বাংলায়। জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমনকী কলকাতাতেও পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এমন দহনজ্বালার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করা হয়েছে। জানা গেছে, পশ্চিমী লু বাতাসের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি উঠবে চরমে। উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং, কালিম্পঙেও। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।
কোন কোন জেলায় তাপপ্রবাহ?
সোমবার পুরুলিয়াতে সবচেয়ে বেশির গরম পড়েছিল রাজ্যের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস । এর পর আবহাওয়া দফতরের তরফে প্রকাশ করা বুলেটিনে জানান হয়েছে , ১০ জুন অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। একই সঙ্গে ওই বুলেটিনে বলা হয়েছে আগামী ৫ দিনে রাজ্যের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনকি, এই ৫ দিন রাজ্যজুড়ে শুষ্ক গরম হাওয়া বইবে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে। ৭ জুন অর্থাৎ বুধবার থেকে ১০ জুন অর্থাৎ শনিবার পর্যন্তও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এই সমস্ত জেলার সঙ্গে হাওড়া এবং হুগলিতে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া এবং গরম থাকবে।
চলতি সপ্তাহে বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই মুহূর্তে বাংলায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। বঙ্গপসাগরেও এই মুহূর্তে কোনো সিস্টেম নেই। জলীয়বাষ্পের পরিমাণও কম বাতাসে। ১০ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বাংলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে। তিন জেলায় তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এর মাঝেই উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের দু-একটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার।
কলকাতায় বৃষ্টির সম্ভাবনা
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। সেই তাপমাত্রা আগামী দিনে আরও দু’-এক ডিগ্রি বাড়তে পারে। এদিনও চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সতর্কতা না থাকলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা ৷ এর মাঝেই বুধবার ও বৃহস্পতিবার শহরে বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কমবে না। হাওয়া অফিস বলছে,আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বাংলায় বর্ষা কবে?
ফের বর্ষা শুরুর তারিখ মিস করেছে কেরল। সাধারণভাবে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার একটু দেরি করে, ৪ জুন নাগাদ কেরলে বর্ষার প্রবেশ হতে পারে। কিন্তু রবিরারেও তা হয়নি। এবার আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে আরও ৩-৪ দিন দেরি হতে পারে। হাওয়া অফিস বলছে, কেরলে বর্ষা আসার এখন ও সময় হয়নি। ফলে বাংলাতেও বর্ষা এখনো আসছে না। ১০ তারিখ পর্য্যন্ত গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে বাংলায়। কারণ আন্দামানে ভালোই বৃষ্টি তললেও বাংলায় বৃষ্টি আসতে গেলে সমুদ্রের উপরে যে সিস্টেম লাগে তা নেই। ফলত বাংলায় বর্ষা আসতে দেরি হবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।