Weather today news: মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। তাতে গরমের ভাব সাময়িকভাবে হলেও কমেছে। এরপর বুধবার ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক আপনার জেলার পূর্বাভাস।
দক্ষিণবঙ্গ
নিম্নলিখিত জেলাগুলির কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ
নিম্নলিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার বেশ কিছু স্থানেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার রাতে প্রকাশিত আপডেট অনুযায়ী, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরালো। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33˚C এবং 25˚C-এর কাছাকাছি হতে পারে।
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3˚C (-0.5)। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.0˚C (+1.2)।
উল্লেখ্য, গত মে মাসের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশে অগ্রসর হয়। এর ফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশ, ত্রিপুরার অবশিষ্ট অংশ, মেঘালয় এবং অসম এবং সাব-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ অংশে বর্ষা আসে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত জুন মাসেই আসে। এটি সেপ্টেম্বর পর্যন্ত থাকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০% প্রদান করে।
তথ্যসূত্র:
৪ জুন রাতে আবহাওয়া দফতরের প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আবহাওয়া দফতরের পিডিএফ আপনি নিজেও দেখতে পারেন। সেটা করতে ক্লিক করুন এই লিঙ্কে: View PDF