Advertisement

আজও রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ঝড় হবে?

আবহাওয়াবিদদের কথায়, পঞ্জাব থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করেছে। সেই কারণে, আজ শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হবে।

Rain
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2021,
  • अपडेटेड 7:39 AM IST
  • আজও রাজ্যে হতে পারে বৃষ্টি
  • উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে
  • ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে

বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। আজও বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

আবহাওয়াবিদদের কথায়, পঞ্জাব থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাস্প প্রবেশ  করেছে। সেই কারণে, আজ শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হবে। 

এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা ও নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শুধু বৃষ্টি নয়, উত্তর ও দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। 

আরও পড়ুন : ফের হিংসা কবলিত এলাকা সফর ধনখড়ের, এবার গন্তব্য নন্দীগ্রাম

প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। হাওড়া ও হুগলিতে প্রবল ঝড়ও হয়েছে। যার জেরে কয়েক জায়গায় ভেঙে পড়েছে গাছ। ২ দিন আগে প্রবল বৃষ্টির জেরে মধ্য কলকাতায় জলও জমেছিল। 

প্রসঙ্গত, কাল রবিবার ঘূর্ণিঝড় তাউকটে গতি বাড়িয়ে উপকূলভাগে আছড়ে পড়তে পারে। যার প্রভাব পড়বে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে। তবে বাংলায় এর প্রভাব না পড়ারই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে বঙ্গবাসী।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement