Weather Update West Bengal: দুপুরের রোদে বের হলে ঘাম হচ্ছে। আবার রাতে ফ্যানের স্পিড কমাতে হচ্ছে। দুর্গাপুজো যেতেই দক্ষিণবঙ্গে শীত-শীত ভাব এসে গিয়েছে। কিন্তু এখনই যে খাতায় কলমে শীতকাল এসে গিয়েছে, তা বলা যায় না। অন্তত আগামী ১৫ দিনে শীত আসার সম্ভাবনা নেই। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তা গণেশ কুমার দাস।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামতে শুরু করেছে। কিন্তু তাই বলে এখনই শীত আসার মত পরিস্থিতি তৈরি হয়নি। বরং আগামী কয়েক দিন কিছুটা হলেও তাপমাত্রা বাড়তে পারে।
উত্তর-পূর্বের হাওয়া বইছে। আগামী ৪৮ ঘণ্টার পর থেকে পূর্বের হাওয়া বইবে। এর ফলে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করবে। তার ফলে কোথাও মেঘলা, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত চার পাঁচ দিন তাই নিশ্চিন্ত থাকতে পারেন।
আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সকাল-সন্ধ্যায় এখন বেশ শীতের আমেজ রয়েছে। গ্রামাঞ্চলে তো শীতের পোশাকও পরতে শুরু করে দিয়েছেন অনেকে। সেই পরিস্থিতি থাকার সম্ভাবনা কম। অর্থাৎ, এই শীত-শীত ভাব অনেকটাই কমবে। বেলা বাড়লে গরম অনুভূতি, অস্বস্তি হবে।
বৃষ্টি হবে?
দুর্গাপুজো-কালীপুজোর পর থেকেই মূলত উত্তরবঙ্গের পর্যটনের মরসুম শুরু হয়। আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ওড়িশা সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।