দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ৩ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কলকাতায় জল জমার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
আগামীকাল, শনিবারও দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। আগামী ২৪ ঘন্টায় কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া তে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলা আকাশ কয়েকটা পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি র কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন তেমন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্ষার কারণে যে বৃষ্টি হয় শুধুমাত্র সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী দুদিন এরকমই থাকবে। দুদিন পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী দু দিনে কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।