MLA Oath Taking Controversy: বিধায়কদের শপথ 'অসাংবিধানিক' বলে রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরই পাল্টা জবাব এল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের থেকে। শুক্রবার বিধানসভার স্পিকার দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে এদিন শপথ বাক্য পাঠ করান। রাজ্যাপালের নির্দেশ অমান্য করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতিকে চিঠি পাঠানোর পরও একই মেজাজে রয়েছেন স্পিকার। বলেন, "যা করেছি আইন মেনে করেছি। আমরা রাষ্ট্রপতিকে গোটা বিষয়টা আগেই জানিয়েছি। রাজ্যপালের ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার। রাষ্ট্রপতিরও নেই। উনি কি বললেন তা নিয়ে আমায় মন্তব্য করার কোনও ইচ্ছে নেই।"
রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে রাজ্যপাল আজ বলেছিলেন, "বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু স্পিকার সেই নির্দেশ অমান্য করে সংবিধানকেও অমান্য করেছেন।"
প্রসঙ্গত, শুক্রবার দীর্ঘ টালবাহানা পেরিয়ে অবশেষে একমাস পর বিধায়ক হিসেবে শপথ নেন দুই জয়ী সায়ন্তিকা ও রেয়াত। প্রথমে ঠিক হয়েছিল রাজ্যপালের নির্দেশ অনুযায়ী ডেপুটি স্পিকার শপথ নেওয়াবেন। পরে অবশ্য় ডেপুটি স্পিকার নন, খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই জয়ী প্রার্থীকে শপথ গ্রহণ করান। এর ফলে অচলাবস্থা কাটল ঠিকই কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না।