Advertisement

Mamata: মাংস-ডিম-দুধ উত্‍পাদনে দেশের সেরা বাংলা, কেন্দ্রের রিপোর্টে উচ্ছ্বসিত মমতা

মাংস উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। কেন্দ্র সরকারের পরিসংখ্যান তাই বলছে। সোমবার সেই বিষয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 3:21 PM IST
  • মাংস উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ।
  • কেন্দ্র সরকারের পরিসংখ্যান তাই বলছে।
  • সোমবার সেই বিষয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাংস উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। কেন্দ্র সরকারের পরিসংখ্যান তাই বলছে। সোমবার সেই বিষয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। 

টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'গোটা দেশের মধ্যে পশু প্রোটিন উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন শীর্ষস্থানে। কেন্দ্রীয় সরকার প্রকাশিত ‘অ্যানিমাল হাজব্যান্ড্রি স্ট্যাটিসটিকস ২০২৪’ রিপোর্ট অনুযায়ী, রাজ্যটি মাংস উৎপাদনে ১২.৬২% অবদান রেখে দেশের প্রথম স্থান অধিকার করেছে, যা উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও ছাপিয়ে গেছে।'

মুখ্যমন্ত্রী আরও জানান, 'দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃদ্ধি দেশের সর্বোচ্চ, যা ৯.৭৬%। জাতীয় গড়ের তুলনায় (৩.৭৮%) এটি তিন গুণেরও বেশি। একইভাবে ডিম উৎপাদনে রাজ্যের বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭%, যেখানে জাতীয় গড় মাত্র ৩.১৮%।'

মুখ্যমন্ত্রী জানান, 'এই সাফল্য রাজ্যের উদ্ভাবনী নীতি ও প্রোগ্রামের ফল এবং রাজ্যের কৃষক ও উৎপাদকদের কঠোর পরিশ্রমের প্রতিফল। কেন্দ্রীয় সরকারও এই কৃতিত্বের প্রশংসা করেছে।'

মুখ্যমন্ত্রীর কথায়, এটি রাজ্যের কৃষিক্ষেত্রের পরিকাঠামোগত উন্নতির প্রমাণ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement