Advertisement

আজ রাষ্ট্রপতি নির্বাচন, রাতভর MLA-দের হোটেলে রাখল বঙ্গ BJP

রাজনৈতিকমহলের কানাঘুসো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনওরকম ঝঁকি নিতে চাইছে না বিজেপি শিবির। তাই রবিবার রাতের জন্য বিজেপি বিধায়কদের নিয়ে গিয়ে রাখা হয়েছে নিউটাউনের ওই অভিজাত হটেলে। সোমবার সেখানে থেকেই বিধায়কদের নিয়ে যাওয়া হবে বিধানসভায়।  

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2022,
  • अपडेटेड 12:19 AM IST
  • সোমবার রাষ্ট্রপতি নির্বাচন
  • দলীয় বিধায়কদের হোটেলে রাখলো রাজ্য বিজেপি
  • ঘোড়া কেনাবেচা ঠেকাতেই এই সিদ্ধান্ত?

দেশের রাজনৈতিক ইতিহাসে ঘোড়া কেনাবেচা ঠেকাতে অতীতে বিধায়কদের হোটেলে রাখার ঘটনা দেখা গিয়েছে। কিন্তু বাংলায় এমন ঘটনা দেখা গিয়েছে বলে সেভাবে মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। দেশের রাষ্ট্রপতি নির্বাচনের (President Election 2022) আগে এবার সেই ঘটনাই দেখা গেলে পশ্চিমবঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিউটাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হল বিজেপির ৬৯ জন বিধায়ককে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর পক্ষে সমস্ত ভোট সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর।

রাজনৈতিকমহলের কানাঘুসো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনওরকম ঝঁকি নিতে চাইছে না বিজেপি শিবির। তাই রবিবার রাতের জন্য বিজেপি বিধায়কদের নিয়ে গিয়ে রাখা হয়েছে নিউটাউনের ওই অভিজাত হটেলে। সোমবার সেখানে থেকেই বিধায়কদের নিয়ে যাওয়া হবে বিধানসভায়।  

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় কারচুপির আশঙ্কা করেছিলেন। তৃণমূল (TMC) তাঁদের দলের বিধায়কদের ভাঙাতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করেন তিনি। আর ক্রস ভোটিং হলে এ রাজ্যে দ্রৌপদীর ঝুলিতে কমবে ভোট, যা কোনওভাবেই হতে দিতে চাইছে না বিজেপি। 

যদিও প্রকাশ্যে অবশ্য বিজেপি (BJP) অন্য কথা বলছে। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে, দূর-দূরান্ত, বিশেষত উত্তরবঙ্গ থেকে বিধায়কদের পক্ষে আসাটা ঝক্কি। তাছাড়া বিধানসভায় সময়ে পৌঁছনোটাও প্রয়োজন। তাই সমস্যা এড়াতেই বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। হোটেলে বিধায়কদের মক ভোটিং করানোর কথা মনোজ টিগ্গার। 

আরও পড়ুনশ্রাবণের প্রথম সোমবার কীভাবে করবেন ভোলেনাথের পুজো? জানুন শুভ সময় ও বিধি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement