Advertisement

Pathasree Rastasree Scheme: '২৬ দিন জল পর্যন্ত খাইনি,' সিঙ্গুরে গিয়ে সেই আন্দোলন মনে করালেন মমতা

প্রকল্পের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গুর আন্দোলন (singur andolan) নিয়ে স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সেই সময়ে জমি অধিগ্রহণ নিয়ে নিশানা করেন তৎকালীন বাম সরকারকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • সিঙ্গুর,
  • 28 Mar 2023,
  • अपडेटेड 2:46 PM IST
  • আজ সিঙ্গুরে থেকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী
  • জমি অধিগ্রহণ নিয়ে নিশানা করেন তৎকালীন বাম সরকারকে

আজ সিঙ্গুরে থেকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের (Pathasree Rastasree Scheme) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যজুড়ে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। প্রকল্পের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গুর আন্দোলন (singur andolan) নিয়ে স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সেই সময়ে জমি অধিগ্রহণ নিয়ে নিশানা করেন তৎকালীন বাম সরকারকে।

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন, 'শুধু ছবি দিলে হয় না। বুদ্ধি খরচ করতে হয়। সরকারে এসে ১ লক্ষ কিমি রাস্তা করেছি। কেন্দ্র টাকা দিচ্ছে না, জিএসটি (GST) সমর্থন করা ভুল হয়েছে। সব টাকা কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাস্তা তৈরিতে কাজ পাবেন ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডাররা। গ্রামের রাস্তায় বড় গাড়ি ঢুকতে দেবেন না। তাতে গ্রামের রাস্তা ভাঙবে না। বাংলা গ্রামীণ যোজনাতে ২৬ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে। এবছর ৮৫৭ কিলোমিটার রাস্তার কাজ হাতে নিয়েছি। রাস্তা করার জন্য আমরা জাতীয় পুরস্কার পেয়েছি।'

এরপরই সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণা করতে গিয়ে মমতা বলেন, 'এই সিঙ্গুরের জমি ফেরানো নিয়ে ২৬ দিন অনশন করেছিলাম। জল পর্যন্ত না খেয়ে। কৃষকদের জমি ফেরানো হয়েছে। আমরা সিঙ্গুরে অনেক কাজ করেছি। জমি আইন আমরাই বদলে দিয়েছি। ২৫০ একর জমি পড়ে আছে জলাজমি, চাষের কাজে উপযুক্ত নয়। সেই জমিগুলিকে মাটি দিয়ে ভর্তি দিয়ে সমান করা হবে। নিকাশি নালা নির্মাণ করব।'

আন্দোলনের সময়কার কথা মনে করে তৎকালীন তৃণমুল নেত্রী বলেন, 'আমরা এখানে ধর্না দিয়েছি। এখানকার মানুষরা আমাদের সাহায্য করেছেন। কেউ মুড়ি, কেউ চানাচুর বা তেলেভাজা খেতে দিয়েছিলেন। আমরা রাস্তায় ধর্না দিয়েছি। একদিন একটা লরি ১০০ জন লোককে চাপা দিয়ে চলে যাচ্ছিল। কী পরিকল্পনা করা হয়নি? আমাদের ছেলেরা হাঁক দিয়ে লরিটাকে ধরে। রাস্তায় তো এখনও বড় গাড়ি দাঁড়িয়ে থাকে। সিপিএম বলতে ওদের জন্য রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে। সেই কারণে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমি কাল থেকে ধর্নায় বসব। সব টাকা দিতে হবে। আবাস যোজনা, ১০০ দিনের টাকা দিতে হবে কেন্দ্রকে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement