নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ধর্নায় থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। MGNREGA-র টাকার দাবিতে এই বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেয় তৃণমূল। কিন্তু সেখানে উপস্থিত থাকবেন না দলের সুপ্রিমো। কিন্তু কেন?
অনুপস্থিতির কারণ
সম্প্রতি স্পেন সফর থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেই বিদেশ সফরের সময়েই বাম হাঁটুতে আঘাত পান। হাসপাতালে তাঁর হাঁটু থেকে ফ্লুইডও বের করা হয়েছে। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। আর ঠিক সেই কারণেই গুরুত্বপূর্ণ এই দলীয় কাজে যেতে পারছেন না মমতা।
আপাতত তাঁকে ১০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলস্বরূপ, জাতীয় রাজধানীতে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দিতে পারবেন না। তাঁর পরিবর্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধর্নার নেতৃত্ব দেবেন।
শোভন দেব চট্টোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যেতে পারবেন না৷ MGNREGA তহবিলের বকেয়া মেটানোর দাবিতে রাজ্যের এই বিক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দায়িত্বে থাকবেন।'
তৃণমূলের পক্ষে দাবি, পশ্চিমবঙ্গে MGNREGA তহবিল দিচ্ছে না কেন্দ্র। এর ফলে রাজ্যে কর্মসংস্থান প্রদান করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে দিল্লি গিয়ে প্রতিবাদের ডাক দেন মমতা।
চোটের কারণে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির ফলে তৃণমূলের কর্মসূচি কিছুটা হলেও মাহাত্ম্য হারাবে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তাঁর বদলে দায়িত্বে থাকছেন অভিষেক। এর মাধ্যমে দিল্লির দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটি গুরুত্বপূর্ণ অগ্নিপরীক্ষা দিতে চলেছেন, তা বলা যেতেই পারে।