করোনা ভাইরাস সংক্রমণে মঙ্গলবার বাংলায় ভাঙল সব পুরোনো রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮১৭ জন। এ নিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ লক্ষ ২৪ হাজার ২২৪। বেড়েছে মৃত্যুও। একদিনে এ রাজ্যে করোনা হানায় প্রাণ হারিয়েছে ২০ জন।
মঙ্গলবার রাজ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে কোভিড ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা। এদিন ৪২ হাজার ২১৪ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। পাশাপাশি হাসপাতালগুলিতেও বেডের সংকট দেখা দিতে শুরু করেছে।
এবার সরকারি হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন সরকারি হাসপাতালগুলিতে করোনার জন্য বেডের সংখ্যা ছিল ৫ হাজার ৬০৪টি। এবার তা ১ হাজার ৮২৪টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মোট বেড সংখ্যা দাঁড়াবে ৭ হাজার ৪২৮টি।
২০২০ সালে কোভিড সংক্রমণের সর্বোচ্চ অবস্থায় হাসপাতালগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিলো তার থেকেও ২০ শতাংশ অধিক ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাইক্রো কনটেইনমেন্ট জোন নিয়েও চিন্তা করছে রাজ্য প্রশাসন।
দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ রুখতে এখন কড়া হচ্ছে প্রশাসন। পশ্চিমবঙ্গে নির্বাচন চললেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে। তাও প্রতিদিনই সংক্রমণ বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। রাজ্যে ক্রমশ বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুসারে এদিন রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৫১৯। বাংলায় মোট মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ১০ হাজার ৪৩৪।