Advertisement

বাংলায় COVID-এ সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশ! অনেক কম অ্যাক্টিভ কেস

করোনা দ্বিতীয় ঢেউতে রাজ্যে একসময় ২০ হাজারের উপরে পৌঁছে গিয়েছিল দৈনিক সংক্রমণ। কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে বিধিনিষেধ আরোপ করায় পরিস্থিতি ক্রমেই বদলাতে থাকে। মঙ্গলবার ৬ হাজারের নীচে নেমে গিয়েছিল দৈনিক সংক্রমণ। নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫,৪২৭। সেই সংখ্যাটা আরও কমল বুধবার।

উত্তর ২৪ পরগনায় হাজারের নীচে নামল দৈনিক আক্রান্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2021,
  • अपडेटेड 9:11 PM IST
  • রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ
  • এদিন মৃত্যুও গতকালের তুলনায় অনেকটাই কমেছে
  • উত্তর ২৪ পরগনায় হাজারের নীচে নামল দৈনিক আক্রান্ত

করোনা দ্বিতীয় ঢেউতে রাজ্যে একসময় ২০ হাজারের উপরে পৌঁছে গিয়েছিল দৈনিক সংক্রমণ। কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে বিধিনিষেধ আরোপ করায় পরিস্থিতি ক্রমেই বদলাতে থাকে। মঙ্গলবার ৬ হাজারের নীচে নেমে গিয়েছিল দৈনিক সংক্রমণ। নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫,৪২৭। সেই সংখ্যাটা আরও কমল বুধবার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫,৩৮৪। স্বস্তি দিয়ে কমছে মৃত্যু হারও। মঙ্গলবার টানা ৩৬ দিন পর বাংলায় দৈনিক মৃত্যু ১০০ নীতে নেমেছিল। বুধবার করোনা প্রাণ কেড়েছিল ৯৮ জনের। এদিনও সেঞ্চুরির নীচেই থাকল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৯৫ জনের। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি ১৬,৫৫৫ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ১০,৫১২ জন। ফলে বাংলায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন  এখনও পর্যন্ত ১৪ লক্ষ ১১ হাজার ৫৭৩  জন। রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্য়া এখন ১৪, ৭০২।  সুস্থতার হার বেড়ে হয়েছে  ৯৭.৮৩  শতাংশ। ফলে বলাই যায় ক্রমেই সুস্থতার দিকে এগোচ্ছে বাংলা। পরিসংখ্যান বলছে রাজ্যে  মোট করোনা আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ১৪ লক্ষ ৪২ হাজার ৮৩০ জন। 

এদিকে রাজ্যের দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিরও দ্রুত  উন্নতি হচ্ছে।  রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গতকাল এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,১০৯ জন। একসময় দৈনিক আক্রান্ত ৪ হাজারের উপরে উঠে গিয়েছিল। কিন্তু এদিন হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায়  আক্রান্তের সংখ্যা ৯৯৬ জন। তবে কলকাতায় গতকালের তুলনায় কিছুটা বেড়েছে সংক্রমণ। মঙ্গলবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫২৮ এদিন সংখ্যাটা হয়েছে ৫৪৭।  মৃত্যু হয়েছে ১৭ জনের।  দক্ষিণ ২৪ পরগনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬ জন। হাওড়ায় ২৮৯  জন এবং হুগলিতে ৩৬৪  জন।  একসময় আক্রান্তের সংখ্যায় ভয় ধরানো নদিয়াতে  গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ।  তবে পরিস্থিতির উন্নতি হলেও এদিনও রাজ্যের ২৩ জেলা থেকেই সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement