Advertisement

Bengal Weather Prediction: রাজ্য জুড়েই বাড়ছে তাপমাত্রা, এবারের মতো বিদায় নিচ্ছে শীত? জানুন সর্বশেষ আপডেট

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে। পূর্বালি হাওয়ার দাপটে বুধবারও একই রকম রয়েছে পরিস্থিতি। হঠাৎ করেই উধাও হয়েছে শীত। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগছে, এবারের মতো কী বিদায় নিচ্ছে শীত? চলুন জেনে নেওয়া যাক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর।

Bengal Weather Prediction
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2023,
  • अपडेटेड 7:41 AM IST

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে। পূর্বালি হাওয়ার দাপটে বুধবারও একই রকম রয়েছে পরিস্থিতি।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। হঠাৎ করেই উধাও হয়েছে শীত। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগছে, এবারের মতো কী বিদায় নিচ্ছে শীত? চলুন জেনে নেওয়া যাক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্য জুড়েই ঠান্ডার আমেজ কম
ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজ্যের জেলাগুলিকে ঠান্ডার আমেজ কম। বাংলা জুড়েই সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে ওপরে। জেলায় জেলায় বর্ষ শেষে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভিলেন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেক রাজ্য জুড়েই রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে সঙ্গী হতে পারে কুয়াশা। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। ভোরের দিকে কিংবা সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাবে। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জেলায় জেলায়।  

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
 ডিসেম্বরের কনকনে শীতের আনন্দ উপভোগ করার মাঝেই  ছন্দপতন। ক্রিসমাসের দিন দুয়েক আগে থেকে স্বাভাবিকের ওপরে ছিল তাপমাত্রা। বর্ষবরণেও উষ্ণতা বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কমেছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। তাতেই বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। হাওয়া অফিস বলছে, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জন্যও একইরকম পূর্বাভাস। এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। কার্যত, এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই।

Advertisement

কলকাতার আবহাওয়া
কলকাতার তাপমাত্রা আপাতত ১৬-১৭ ডিগ্রিতেই ঘোরাফেরা করবে। জেলার তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রির আশপাশে। খুব একটা ঠান্ডা পড়ার আশা নেই। মোদ্দা কথা  এখনই শীত ফেরার আশা কম। এদিনও শহরে সকালের দিকে কুয়াশা ছিল, তবে পরে পরিষ্কার আকাশই থাকবে। আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।  আর আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭.৮ ডিগ্রি,  যা স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement