Advertisement

Becharam Manna Controversy: পুলিশকে আছাড় মারার হুমকি বেচারামের, বিতর্কে ব্যাখ্যা রাজ্যর মন্ত্রীর

রবিবার  হুগলির চণ্ডীতলা, জয়কৃষ্ণপুর, নন্দনকানন, মোল্লাপাড়ায় ভূগর্ভস্থ পথের দাবিতে সভায় যোগ দেন বেচারাম। হরিপাল চন্দনপুর অঞ্চলের কানগোই থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ১১টি সাবওয়ে দ্রুত নির্মাণের দাবি করে আসছেন এলাকাবাসী। অভিযোগ, সাবওয়ে তৈরি না করে জাতীয় সড়ক চওড়া করা হচ্ছে। সাবওয়ের জন্য প্রস্তাবিত জমিতে জাতীয় সড়ক সম্প্রসারণ করতে দেওয়া হবে না বলেও দাবি করেছেন এলাকাবাসী।

বেচারাম মান্না- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Dec 2022,
  • अपडेटेड 3:08 PM IST
  • পুলিশকে আছাড় মারার হুঁশিয়ারি বেচারাম মান্নার।
  • বিতর্কের মুখে দিলেন ব্যাখ্যা।

এবার পুলিশকে আছাড় মারার হুমকি দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। রবিবার হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুর গ্রামে গিয়ে তাঁর নিদান,পুলিশ আটকালে তিনি দেখে নেবেন। রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য শুরু হয়েছে বিতর্ক।     

রবিবার  হুগলির চণ্ডীতলা, জয়কৃষ্ণপুর, নন্দনকানন, মোল্লাপাড়ায় ভূগর্ভস্থ পথের দাবিতে সভায় যোগ দেন বেচারাম। হরিপাল চন্দনপুর অঞ্চলের কানগোই থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ১১টি সাবওয়ে দ্রুত নির্মাণের দাবি করে আসছেন এলাকাবাসী। অভিযোগ, সাবওয়ে তৈরি না করে জাতীয় সড়ক চওড়া করা হচ্ছে। সাবওয়ের জন্য প্রস্তাবিত জমিতে জাতীয় সড়ক সম্প্রসারণ করতে দেওয়া হবে না বলেও দাবি করেছেন এলাকাবাসী। রবিবার সাবওয়ে দ্রুত নির্মাণের দাবিতে সভায় উপস্থিত হন বেচারাম।    
     
ওই সভায় রাজ্যে মন্ত্রী বলেন,'যেখানে রাস্তার কাজ করছে করুক। তাতে বাধা দেওয়া যাবে না। রাস্তা অবরোধ করবেন না। তবে সাব ওয়ের জন্য প্রস্তাবিত ১০০ মিটার জায়গায় রাস্তার কাজ করতে এলে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেবেন। বাকিটা আমি বুঝে নেব।'

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, স্থানীয় বাসিন্দা প্রশ্ন করেন,জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাউকে মারধর করলে পুলিশ তো ব্যবস্থা নিতে পারে তো? অভয় দেন বেচারাম। হুঁশিয়ারি দেন,'কাজ বন্ধ করতে গেলে পুলিশ যদি ঝামেলা করে আমি পুলিশকে ধরে আছাড় মারব। এখানেই মারব।'

এই ভাইরাল  ভিডিওর সত্যতা স্বীকার করে বেচারাম জানান,'দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের  ছয় লেনের কাজ চলেছে। ১১টি জায়গায় সাবওয়ের দাবিতে আন্দোলন করছি। ভূতল পরিবহণ সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু সাবওয়ের জন্য কোনও জমিই খালি রাখা হয়নি। তাই গ্রামবাসীর আশঙ্কা, সাবওয়ে হয়তো হবে না। রাস্তার কাজ আটকালে পুলিশ বাধা দিচ্ছে। আমি বলেছি, রাস্তা অবরোধ করে কখনও কাজে বাধা দেওয়া হবে না। কিন্তু যে জায়গায় সাবওয়ে হবে, সেখানে ১০০ ফুট পর্যন্ত কাজ বন্ধ থাকবে। কেউ কাজ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেবেন। সেখানে পুলিশ যদি কিছু বলে আমরা বুঝে নেব।'

Advertisement

এই ভাইরাল ভিডিও নিয়ে শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। বিজেপির বক্তব্য,'পুলিশকে বোমা মারার নিদান দিয়েছিলেন বীরভূমের বীর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার পুলিশকে আছাড় মারার হুমকি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী। রাজ্যের এটাই বর্তমান অবস্থা।'   

আরও পড়ুন- শুভেন্দুকে সেন্সর করেছেন শাহ? দিলীপ বলছেন, 'জল্পনা অনেক হয়'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement