বাইক পাচার চক্রের পর্দাফাঁস করল মালদার মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মানিকচক থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে ওই চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয়।এই প্রসঙ্গে মানিকচক থানার আইসি জানান, মঙ্গলবার গভীররাতে অভিযান চালিয়ে মানিকচক ঘাট থেকে ওই তিনজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম ওয়াসিম আলি, আলমগির শেখ ও শেখ বসির।
CRPF জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। বুধবার ভোররাতে ঝাড়গ্রাম স্টেশনের পাশে রেললাইনের ধার থেকে ওই জওয়ানের দেহটি উদ্ধার করে জিআরপি। মৃত জওয়ানের নাম মনোজ কুমার, বাড়ি বিহারে। তিনি ঝাড়গ্রামের কদমকানন এলাকায় CRPF-র ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাবার লালসার শিকার পনেরো বছরের মেয়ে। ভয় দেখিয়ে বছরের পর বছর ধরে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ বাবা বিরুদ্ধে। কাউকে বললে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। এমনকী মাকে সংসার করতে দেবে না বলেও হুমকি দেওয়া হয়। বাবার অত্যাচারে বুধবার আত্মহত্যা করতে যায় মেয়েটি। তখন বিষয়টি জানাজানি হয়। নির্যাতিতার মা তখন বিষয়টি স্থানীয় মহিলা সমিতির কাছে জানান। অভিযোগ পেয়েই তালদি মহিলা সমিতির উদ্যোগে ক্যানিং থানায় অভিযোগ জানানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পত্তির লোভে কাকিমাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। ভাঙড়ের মৌলমুকুন্দ গ্রামের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। মৃতার নাম সরলা নস্কর। জানা গিয়েছে, গত ২৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি পুকুরের জলে বস্তা ভাসতে দেখেন। সেই বস্তা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এরপরেই খবর দেয়া হয় ভাঙড় থানায়। পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে সরলা নস্করের পচা-গলা দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি সরলা নস্করের পরিবারে কেউ ছিলেন না। তাঁর কয়েক লক্ষ টাকার সম্পত্তি ছিল। সেই সম্পত্তি হাতানোর জন্যই তাঁর ভাইপো তাঁকে খুন করে বস্তার মধ্যে বেঁধে পুকুরে ডুবিয়ে দেয়। ঘটনায় অভিযুক্ত ভাইপো অধীর নস্কর সহ মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক গবেষকের সঙ্গে সহবাসের অভিযোগ। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। ঘটনায় ইতিমধ্যেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় ওই গবেষকের শারীরিক ও মানসিক পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে বলেও জানাচ্ছে তাঁর পরিবার।
মুম্বাই থেকে জালনোট কিনতে এসে মালদায় পুলিশের জালে ধৃত। ৫লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে দুইজন মু্ম্বাইয়ের বাসিন্দা। কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। প্রত্যেকটি নোট ৫০০ টাকার। ধৃতরা হলো ইফতিকার মুক্তার, মহম্মদ ওয়াসিম খান ও মহম্মদ আসামুল শেখ।
গতকাল ভ্যাকসিন নিতে গিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় জলপাইগুড়ির বানারহাটে। পদপিষ্ট হন ১০ জন। সেই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হল বিডিও এবং বিএমওএইচকে।
মালদায় রেশনের চাল দিয়ে চোলাই মদ তৈরির অভিযোগ। আর সেই চোলাই মদ পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত সহ ভিনরাজ্যে। রাজ্য সরকারের দু'টাকা কিলো চাল দিয়ে চোলাই মদ তৈরির অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতর। নষ্ট করা হল মাদক তৈরিতে ব্যবহৃত কয়েক কুইন্টাল পচা চাল।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার কোমর বেঁধে নামলোএনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘটনায় আগে থেকেই নজর রাখছিল ইডি। সেই মতো তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছিল প্রাথমিকভাবে। এবার রীতিমতো তৎপরতা শুরু গেল ইডির। ঘটনায় যাবতীয় নথি ও তথ্য সংগ্রহ অভিযানে নামলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আজ সকালে প্রাথমিকভাবে পাঁচটি দলে ভাগ হয়ে দেবাঞ্জন দেবের আনান্দপুরের বাড়ি, ১৪২ লেনিন সরণির ওষুধ বিপনী সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ইডি ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার রায়বাঘিনীতে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ স্থানীয় বাসিন্দা হাসান শেখ ও তার শ্যালকের বিরুদ্ধে। মায়ের সম্মানহানি বাঁচাতে গিয়ে আক্রান্ত ওই গৃহবধূর ছেলেও। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর ১.৩০ নাগাদ পানাগড়ে পৌঁছচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে একটি বেসরকারি কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিয়ে পুলিশ ডে উদযাপনও করা হবে পানাগড় শিল্পতালুকে। এরপর শিল্পপতিদের নিয়ে একটি বৈঠকও করবেন তিনি।