স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকী উদযাপনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মূল আকর্ষণ ছিল হাড় হিম করা দুঃসাহসিক যুদ্ধের এক কাণ্ডারীকে সম্মাননা প্রদান। জ্যোৎস্না শী যিনি বাঘের মুখ থেকে তাঁর স্বামীকে ফিরিয়ে এনেছিলেন তাঁকে সম্মান প্রদান করা হয়।
ত্রিপুরা দখলকে কেন্দ্র করে যুযুধান দুই শিবির বিজেপি এবং তৃণমূলের সাপে নেউলে সম্পর্ক। যখন ত্রিপুরাকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে দুই দলের সম্পর্ক তলানিতে, তখন আলিপুরদুয়ার জেলায় বিজেপি এবং তৃণমূলের ঠিক অন্য চিত্র ধরা পড়লো। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের একই মঞ্চে পাশাপাশি বসতে দেখা গেল আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী এবং আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে। এই ঘটনায় দুই দলের অন্দরেই রাজনৈতিক কানাঘুষো শুরু হয়েছে। প্রতিবেদক- অসীম দত্ত
নদিয়ার ভীমপুরে শহীদ বসন্ত বিশ্বাসের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে জগন্নাথ সরকারকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ। যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গে ণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। পরে থানা ঘেরাও করা হয়। প্রতিবেদক- বিশ্বজিৎ বন্দ্যোপাধ্য়ায়
মুর্শিদাবাদের রানিনগরে বাইক দুর্ঘটনায় মৃত এক আহত দুই। স্বাধীনতা দিবসের সকালে তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলেন। রাস্তায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ বাঁধলে সেখানেই পড় যান মোটর বাইকচালক সহ দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে রানিনগর কাহার পাড়া রাজ্য সড়কে। (প্রতিবেদক- গোপাল ঠাকুর)
গঙ্গার পর এবার বিপদসীমা পেরোল ফুলহর। আপার ক্যাচমেন্টে ভারি বৃষ্টির ফলে বেশ কয়েকদিন ধরেই প্রবল গতিতে বাড়ছে নদীর জলস্তর। শুক্রবার ফুলহর তার বিপদসীমা ২৭.৪৩ মিটার উচ্চতা পেরিয়েছে। শনিবার বেলা ১২টায় নদীর জলস্তর ছিল ২৭.৬৫ মিটার। বিপদসীমার ২২ সেন্টিমিটার উঁচুতে। ইতিমধ্যে নদীর জল রতুয়া-১ ব্লকের বিলাইমারি ও মহানন্দটোলার বিস্তীর্ণ এলাকায় ঢুকতে শুরু করেছে। কয়েকশো হেক্টর জমি এখন জলের তলায়। প্রতিবেদক- মিল্টন পাল
বাংলায় নারী নির্যাতনের অভিয়োগ তুলে ফের সরব বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিবি বলেন, 'খেজুরিতে ৭০ বছরের মহিলাকে ধর্ষণের নির্মম ঘটনা ঘটেছে। গতকাল মালদায় ১০ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পেট্রাপোলেও একটি মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও প্রকৃত অর্থে স্বাধীন হননি বাংলার মহিলারা।'
ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি দফতরের গাড়ি। ঘটনায় মৃত্যু গাড়িতে থাকা চারজনের। যার মধ্যে রয়েছে একটি শিশু। ঘটনা গাজোল থানার মশালদিঘি এলাকার। গাড়িতে আটকে রয়েছে একটি মৃতদেহ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। উদ্ধারের চেষ্টা চলছে। (রিপোর্টার-মিল্টন পাল)
বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় দলবল নিয়ে প্রতিবাদীর বাড়িতে হামলা। ইট পাথর ছুঁড়ে ভাঙা হল জানালা। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে দুষ্কৃতীরা। হাওড়ার থানামাকুয়া পঞ্চাননতলার ঘটনা। জানা গিয়েছে, শনিবার রাতে এলাকায় একটি সাইকেলে ধাক্কা মারে একটি হলুদ-কালো ট্যাক্সি। তারপর ওই সাইকেল আরোহী কিশোরকেই মারধর শুরু করে ট্যাক্সির যাত্রীরা। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক গৃহবধূ। যার জেরে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তখনকার মতো চলে গেলেও কিছুক্ষণ পরেই দলবল জুটিয়ে এনে তাণ্ডব চালান হয়। তাণ্ডবের সময় ভাঙা কাঁচের টুকরো লেগে গলায় ও থুতনিতে গভীর ক্ষতর সৃষ্টি হয় এক তরুণীর। সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান হয় তাঁর। (রিপোর্টার-বৈদ্যনাথ ঝা)
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সাবরি রাজকুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। (রিপোর্টার-গোপাল ঠাকুর)
প্রচুর পরিমানে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২। মালদার গাজোলের ঘটনা। কলকাতা এসটিএফ ও গাজোল থানার পুলিশের যৌথ অভিযানে ব্রাউন সুগার সহ ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
মধ্যরাতেই স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়ে গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। রাত ১২টার জাতীয় পতাকা উত্তোলন হয় রানাঘাটের ১০ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে হাওড়া পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডে বিগত বছরগুলির মতো এবারেও পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন প্রাক্তন মেয়র পারিষদ দিব্যেন্দু মুখোপাধ্যায়। এদিকে মালদার পোস্ট অফিস মোড়ে পতাকা উত্তোলন করা হয় তৃণমূলের যুব সংগঠনরে পক্ষ থেকে। (রিপোর্টার - বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, বৈদ্যনাথ ঝা, ভাস্কর রায়)
স্বাধীনতা দিবসের আগের রাতে জামাইকে ছুরি মেরে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জামাই। হুগলির চণ্ডীতলা থানা এলাকার ঘটনা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে নিজের জামাই শেখ মুশারাফকে ছুড়ি দিয়ে আঘাত করে আমিরুল মল্লিক নামে ওই ব্যক্তি। জামাইয়ের পেটে ছুরির আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। (রিপোর্টার - ভোলানাথ সাহা)
স্বাধীনতা দিবস উপলক্ষে যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জঙ্গলমহলে কড়া নজরদারী পুলিশের। রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মাইন নিরোধক ভ্যান। জঙ্গল মহলজুড়ে পুলিশের চিরুনি তল্লাশি। বাঁকুড়ার সারেঙ্গা, রাইপুরের মতো এলাকায় বিশেষ তল্লাশি অভিযান। বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া-ঝাড়গ্রাম এবং বাঁকুড়া-ঝাড়খন্ড রুটে বাড়তি নজর দারি চালাচ্ছে পুলিশ। জঙ্গলমহলের বিভিন্ন চেকপোস্টগুলিতেও চলছে নাকা চেকিং। (রিপোর্টার-অনিল গিরি)