Advertisement

একের পর এক উত্‍সব, ১০ নভেম্বর পর্যন্ত ছুটি বাতিল পুলিশদের

ছুটি বাতিলের জন্য যে নির্দেশিকা জারি হয়েছে তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও জরুরি প্রয়োজন বা অত্যাবশ্যকীয় কারণ ছাড়া আগামী ৪ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশকর্মীদের ছুটি মঞ্জুর হবে না।

প্রতীকী ছবি
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 21 Sep 2021,
  • अपडेटेड 4:34 PM IST
  • পুলিশ কর্মীদের ছুটি বাতিল
  • জরুরী প্রয়োজন ছাড়া মিলবে না ছুটি
  • ৪ অক্টোবর থেকে ১০ নভেম্বর বাতিল ছুটি

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারপর লাগাতার উৎসবের মরশুম। রয়েছে লক্ষ্মী পুজো, কালীপুজো ও ছটপুজো। এই পরিস্থিতি গোটা উৎসবের মরশুমে বাতিল করা হল সমস্ত পুলিশ কর্মীদের ছুটি। আগামী ৪ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমলেও রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আর এই তৃতীয় ঢেউতে শিশুরা বেশি করে আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন কোনও কোনও চিকিৎসক। অন্যদিকে সংক্রমণ এড়িয়ে কী ভাবে গোটা উৎসব পর্ব সম্পন্ন করা যা তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করেছে রাজ্য প্রশাসন। আর এবার নিরাপত্তার ওপরে আরও বেশি করে জোর দিয়ে নেওয়া হল এই পদক্ষেপ। 

প্রসঙ্গত, পুজোর সময় যে কোনও রকম বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্ক থাকে পুলিশ প্রশাসন। কলকাতা সহ বিভিন্ন জেলাতেও বড় বড় পুজো মণ্ডপ বা রাস্তার মোড়ে মোড়ে থাকে পুলিশি প্রহরা। সারারাতই রাস্তায় দেখা যায় পুলিশ কর্মীদের। সেক্ষেত্রে এবারেও তার কোনও রকম ব্যাতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।   

ছুটি বাতিলের জন্য যে নির্দেশিকা জারি হয়েছে তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও জরুরি প্রয়োজন বা অত্যাবশ্যকীয় কারণ ছাড়া আগামী ৪ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশকর্মীদের ছুটি মঞ্জুর হবে না।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement