Advertisement

CORONA: বাংলায় দৈনিক সংক্রমণ ১৩ হাজার ছুঁইছুঁই, শোচনীয় হাল কলকাতা ও উত্তর ২৪ পরগনার

ভয়াবহ দেশের করোনা চিত্র। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে শুক্রবার ভারতে দৈনিক আক্রান্ত প্রা. লাড়ে তিন লক্ষের গণ্ডির কাছাকাছি। এদিন দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়েছে বাংলাও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ হাজার। সংখ্যাটা ১২,৮৭৬।

দৈনিক সক্রংমণে সর্বকালীন রেকর্ড রাজ্যের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2021,
  • अपडेटेड 12:09 AM IST
  • দৈনিক সক্রংমণে সর্বকালীন রেকর্ড রাজ্যের
  • কলকাতার মত উত্তর চব্বিশ পরগনাতেও দৈনিক সংক্রমণ ২ হাজার পার
  • সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে কমছে সুস্থতার হার

ভয়াবহ দেশের করোনা চিত্র। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে শুক্রবার  ভারতে দৈনিক আক্রান্ত প্রা. লাড়ে তিন লক্ষের গণ্ডির কাছাকাছি। এদিন দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়েছে বাংলাও।  গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ হাজার। সংখ্যাটা ১২,৮৭৬। যার ফলে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০।  গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৫৯ জনের।  সেই সঙ্গে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ১০,৮২৫।

স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪  হাজার ৭৩৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬,৮৭৮ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা এখন ৬ লক্ষ ২৮  হাজার ২১৮। রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে  ৮৮.০১ শতাংশ। গতকাল এটা ছিল  ৮৮.৫৬ শতাংশ। 

রাজ্যে সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি শহর কলকাতার। সপ্তম ও অষ্টম দফায় ভোট রয়েছে কলকাতায়।  ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে দৈনিক সংক্রমণের গ্রাফ। গত কয়েকদিন ধরেই শহরের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের ওপরে রয়েছে। এবার তা ৩ হাজারের কাছইকাছি পৌঁছে গেল।  গত ২৪ ঘণ্টায় তিলোত্তমায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৩০ জন। করোনা কলকাতা শহরে গত ২৪ ঘণ্টায়  প্রাণ কেড়েছে ১৭  জনের। এর পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা। কলকাতার প্রতিবেশী এই জেলাও  দৈনিক সংক্রমণে দুই হাজারের গণ্ডি পার করে গেছে।  গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  ২,৫৮৫ জন। তবে বাদবাকি জেলাগুলিতে হাজারের নীচেই রয়েছে সংক্রমণ। যদিও হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, বীরভূমের মতো জেলাগুলিকে নিয়েও উদ্বেগ বাড়ছে৷ কারণ এই জেলাগুলির কোনওটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, কোথাও আবার তা পাঁচশো ছুঁইছুঁই৷ এদিন গত কয়েকদিনের মতোই  রাজ্যের ২৩টি জেলা থেকেই এসেছে আক্রান্ত হওয়ার খবর। 

Advertisement

এদিকে শুক্রবার দেশে ফের নতুন রেকর্ড গড়েছে দৈনিক করোনা সংক্রমণ। অতীতের সব রেকর্ড ভেঙে  ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩২ হাজার ৭৩০। দৈনিক আক্রান্তের নিরিখে যা এখনও সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। মারা গিয়েছেন দু' হাজার ২৬৩ জন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement