২০২১ বিধানসভা ভোটে জয় নিশ্চিত করার পর সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছিলেন, আজই সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেই মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। কী কী বললেন, দেখব একনজরে...
- আমাদের কর্মী-সমর্থক ও আইটি দলকে অভিনন্দন। ওরা অনেক ভালো কাজ করেছে
- ৯ তারিখে রবীন্দ্র জয়ন্তী আছে। তারপর আমরা জয় সেলিব্রেশন করব। ব্রিগেড গ্রাউন্ডে হবে সেই আনন্দ উৎসব
- বিজেপি গোহারা হেরেছে। ওদের লজ্জায় মুখ লুকানো উচিত।
- যারা আমাদের হয়ে কাজ করেছে তাদের ধন্যবাদ আর যারা করেনি তারাও আমাদেরই লোক।
- আমি এবার কালিবাড়ি যাব। মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম।
- ২২১টা আসনে আমরা জিতেছি। কোথাও কোনও অনিশ্চয়তা নেই। তবে আমি কোর্টে যাব। আমার মনে হয়, কারচুপি হয়েছে। সেটা আমি দেখব।
- আমার প্লাস্টার কাটা হয়েছে। এই জয় আমাকে আরও ভালো করে দিয়েছে।
- দেশের মানুষ আজ ইতিহাস গড়ল। এই জয় শুধু বাংলার নয় ভারতেরও
- আমি লকডাউন নিয়ে এখনই কথা বলব না। আমি আধিকারিকদের সঙ্গে কথা বলে এই নিয়ে সিদ্ধান্ত নেব।
- অমিত শাহ বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার গড়বে। আর আমি বলেছিলাম ডবল সেঞ্চুরি করব। আমি কথা রেখেছি।
- নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এই নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব
- বিজেপি নোংরা রাজনীতি করেছে। আমরা তার উত্তর দিয়েছি ব্যালটে
- নন্দীগ্রামের মানুষ যে রায় দিয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি
- আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ
- নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে। এতে আমরা হতাশ
- অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ
- যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ
- আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি আর থাকব
- আমরা সবার পাশে থাকব
- কেন্দ্র সরকারের কাছে অনুরোধ আপনারা বিনা পয়সায় ভ্যাকসিন দিন
- তৃণমূল কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ
- এত আসন পাব আমি নিজেও ভাবিনি। বললেন মমতা