বছর শেষের শেষ সপ্তাহেও কলকাতায় অধরা জাঁকিয়ে শীত। বেড়েই চলেছে তাপমাত্রা। মঙ্গলবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়ল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও পারদ চড়ছে।
কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়ল। এদিন সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কোথায় কত তাপমাত্রা?
বুধবার দার্জিলিঙে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। কোচবিহারে পারদ নেমেছে ১৩.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৭.৭ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি। পানাগড়ে তাপমাত্রা নেমেছে ১৫.৬ ডিগ্রিতে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৬.২ ডিগ্রি।