বৃষ্টি থামতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে। আগামী দু’দিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ভারত থেকে এবারের মতো বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। তাই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্প কমবে, বদলে ঠান্ডা শুকনো বাতাস ঢুকতে শুরু করবে। যার কারণে পারদও একটু একটু করে নামতে শুরু করবে। মহালয়ার দিন শনিবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকা, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
কলকাতায় জলীয় বাষ্প বেশি থাকায় জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ ৯০ শতাংশ।