Advertisement

Rain Forecast: তৈরি হচ্ছে নিম্নচাপ, টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় ?

সকালে রোদ। এদিকে দুপুর হলেই আকাশ জুড়ে কালো মেঘ। বৃষ্টি। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন চলছে। আরও কিছুদিন সেই পরিস্থিতি জারি থাকতে পারে। এমনটাই বলছে হাওয়া অফিস। তবে আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

তৈরি হচ্ছে নিম্নচাপ! আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কত দিন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2023,
  • अपडेटेड 6:30 PM IST
  • সকালে রোদ। এদিকে দুপুর হলেই আকাশ জুড়ে কালো মেঘ। বৃষ্টি। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন চলছে।
  • আরও কিছুদিন সেই পরিস্থিতি জারি থাকতে পারে। এমনটাই বলছে হাওয়া অফিস। 
  • তবে আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে।

সকালে রোদ। এদিকে দুপুর হলেই আকাশ জুড়ে কালো মেঘ। বৃষ্টি। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন চলছে। আরও কিছুদিন সেই পরিস্থিতি জারি থাকতে পারে। এমনটাই বলছে হাওয়া অফিস। তবে আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

বুধবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা উপকূলের কাছাকাছি  এর অবস্থান হবে। এতে কী প্রভাব হবে?

দক্ষিণবঙ্গ
আবহাওয়াবিদরা বলছেন, এর ফলে বুধবার ও আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে উপকূলের জেলাগুলি, অর্থাৎ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

অর্থাৎ এখনই বৃষ্টি থেকে মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। বুধ ও বৃহস্পতিবার জুড়ে বৃষ্টি জারি থাকবে। তবে ভারী, অতিবৃষ্টির সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। 

উত্তরবঙ্গ
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টার পর, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তাই ১৩ ও ১৪ সেপ্টেম্বর বৃষ্টিপাত আগের মতোই চলবে। কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১৪ সেপ্টেম্বরের পর বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতা
কলকাতা শহরে মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, গত কয়েকদিনের মতোই মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি জারি  থাকবে। তবে ঝমঝমিয়ে জোরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement